kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

রে সি পি

চিকেন চিজ মম

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচিকেন চিজ মম

উপকরণ

মম পুরের জন্য

মুরগির সিদ্ধ কিমা সিকি কাপ, সয়াসস ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ।

বাইরের সেলের জন্য

ময়দা আধা কাপ, লবণ আধা চা চামচ, পানি ১ টেবিল চামচ।

 

যেভাবে তৈরি করবেন

১.         ময়ান বানিয়ে ছোট ছোট গোলা করে রুটি বানিয়ে নিন।

২.         এবার সুন্দর করে অল্প পরিমাণে ধাপ-১ এর তৈরি করা পুর ভরে নিন।

৩.        স্টিমারে দিয়ে ১০ মিনিট স্টিম করে পরিবেশন করুন।

মন্তব্য