kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

প্রিয় দূরভাষ!

মিলু শামস

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক মায়াবী দূরভাষে

বিরহী চিবুক থেকে

বিষণ্নতা ঝরে পড়ে;

 

কোনকালে উড়েছিল

ব্যথার শঙ্খচিল

কার প্রাসাদচূড়ায়—

তুলসীমণ্ডপে জ্বলেছিল

কী নিবিড় রক্তিম প্রদীপ!

কারা যেন দেখেছিল

নিজেদের মুখ

তারাভরা রাতে

সান্ধ্য শাঁখের মতো

হৃদয়ে তাদের।

 

উড়ে উড়ে দূরভাষ

জানায় সে কথা

আজও—

চাঁপারং দেয়ালে জাগে

সলাজ সম্মোহন।

 

আহা দূরভাষ! প্রিয় দূরভাষ!

মৌন ভেঙে দেয় ঝুর ঝুর ঝুর

আলোর ঝাপটা ভরায়

জলভরা চোখ, এক আকাশ সুর।

মন্তব্য