kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

এয়া

জুননু রাইন

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতুমি জানো না ইছামতি

যখন মানুষের পৃথিবীতে

একহাঁটু সন্ধ্যা নামে

যখন সমুদ্র খালি পায়ে

হেঁটে হেঁটে বুকে আসে

বাসা বাঁধে—চোখে, দৃষ্টিতে

তখন, আমরা এক হয়ে

আমাদের অন্ধকারে—

আমাদের বারবার হারাই।

আমরা যে পাহাড়ের ফুল ফোটাতাম

আমরা যে পাখির গলায় গান তুলতাম

তারা এখনো ভোলেনি, ভোলেনি জীবনের গন্ধ।

 

ঢেউ তো অনেক এসেছে—

মানুষের বাঁধ ভেঙে গেছে

জোয়ারে ভেসে গেছে, সেই সব কথা।

মন্তব্য