kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

অধিকার

মূনীর সিরাজ

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅধিকার

অভিমানে ক্ষুব্ধ ছিল অশ্রুসিক্ত মন

কেন রাগ করে থাকো তুমি সারাক্ষণ

ছোট ছোট কথাগুলো তীক্ষ তেজে বলে

কী যে সুখ পাও করে দুরন্ত শাসন।

তোমাকে বোঝাতে চাই সংসারের কথা

কী যে ভালো কী যে মন্দ কিসে অপূর্ণতা

বোঝো না আমার কথা শুধু সুকৌশলে

আমাকে বোঝাও দিয়ে বিশাল ভাষণ।

এ সংসারে খুঁটিনাটি ছোটখাটো ভার

প্রতিক্ষণ দেখি বলে তুমি নির্ভার

নিত্য থাকি ব্যস্ত অতি সাজসজ্জা ফেলে

পণ্ডিতের মতো তবু করো আচরণ।

এই গৃহযজ্ঞে জেনো বিজ্ঞ অবতার

বসত বিত্তের সাথে তুমিও আমার।

মন্তব্য