kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

লোকাল বাসের শক্তি চট্টোপাধ্যায়

পিয়াস মজিদ

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅফিস যাচ্ছি লোকাল বাসে

ব্যাগের ভেতর খাবার-বাটি আর কবি শক্তি

চলতি ‘দেশ’-এ অংশুমান আর জয়ের লেখা

খাবার-বাটি মাছ, ডাল আর ভাতে ভরা।

এ জীবন সকালের দুপুরে গড়িয়ে যাওয়া

এ জীবন ভাত খাওয়া আর কবিতা পড়া

কবি বলেছেন,

‘এত কবি কেন?’

ভাবছি ভাবছি

যা পড়ব তা কবিতাই তো!

কবি বলেছেন,

‘ভাত নয়,

আমাদের আদিগন্ত থালায়

পাথর ছড়ানো থাকে।’

ভাবছি ভাবছি

আসছে দুপুরে যা খাব

সাদা ভাতের আদলে

কালের পাথর নয়তো তা!

মন্তব্যসাতদিনের সেরা