kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

বৃষ্টির নামের গন্ধে

আসাদ মান্নান

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকটা বেনামি নদীতীরে যখন বৃষ্টিকে দেখি

সন্ধ্যাকে জড়িয়ে গায়ে বসে আছে এমন অপূর্ব

দৃশ্য দেখে মনে হলো আমাদের মেয়ে বৃষ্টি

শুধু বৃষ্টি নয়, অন্য কিছু—বহু কিছু। অশান্তির

পৃথিবীতে যদি বৃষ্টি এইভাবে মায়া নিয়ে নামে

তবে খরাদগ্ধ মনগুলো একদিন পুণ্যতায়

ভরে উঠবে : বৃষ্টির আঁচল থেকে ঝাঁকে ঝাঁকে শাদা

পায়রা উড়ে যাবে দেশে দেশে : ওঁম শান্তি ওঁম শান্তি

আমাদের মেয়ে বৃষ্টি শুধু বৃষ্টি নয়, অন্য কিছু...

অচেনা সন্ধ্যার জলে বৃষ্টি তার পায়ের নূপুর

খুলে রাখে; নদীকে আঁচলে নিয়ে যে মেয়েটি হাঁটে

নিরন্তর অগ্নিপোড়া শহরের অলিতেগলিতে,

চন্দনের কাঁচা গন্ধ ছড়িয়েছে লাশকাটা ঘরে

সে আসলে বৃষ্টি নয়, বৃষ্টির অধিক অন্য কিছু

একটি সাহসী মেয়ে, যার নামে জ্বলন্ত আগুন

নিজেকে গুটিয়ে নেয় সলজ্জায়; বৃষ্টির এমন

মহিমার গান শুনতে বৃষ্টি নামে চৈত্রের খরায় :

বৃষ্টির নামের গন্ধে চমকে ওঠে মেঘের বিদ্যুৎ।

মন্তব্য