রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি
দিবসে রাজত্ব করে খাঁ-খাঁ মরীচিকা
রাতে স্নিগ্ধ আলেয়ার নম্র প্রহেলিকা।
দিনে মৃগতৃষাভরা মরুভূমি,
রাতে তা-ই বদলে গিয়ে হয়
মায়াবী মিথেনজ্বলা জলাভূমি।
জগত্সংসার তবে এরকমই!?
নিঃসীম বিভ্রম, কূটকুহকের সে-এক অমীমাংসিত হাতছানি, রাতদিন। সংসার মূলত এক জটিল পিপাসাছক, হেত্বাভাস, আদিঅন্তহীন।
মন্তব্য