kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

দুষ্পাঠ্য

মাসুদ খান

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিবসে রাজত্ব করে খাঁ-খাঁ মরীচিকা

রাতে স্নিগ্ধ আলেয়ার নম্র প্রহেলিকা।

 

দিনে মৃগতৃষাভরা মরুভূমি,

রাতে তা-ই বদলে গিয়ে হয়

মায়াবী মিথেনজ্বলা জলাভূমি।

 

জগত্সংসার তবে এরকমই!?

 

নিঃসীম বিভ্রম, কূটকুহকের সে-এক অমীমাংসিত হাতছানি, রাতদিন। সংসার মূলত এক জটিল পিপাসাছক, হেত্বাভাস, আদিঅন্তহীন।

মন্তব্য