kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

শূন্য বাড়িতে ছায়ামানুষেরা

শিহাব সরকার

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে(কন্যা পূর্বার স্মৃতি)

বাড়ি ভরপুর, অথচ চারজন মানুষ

আর ছিল পায়ে-পায়ে ঘোরা মিনি

সবাই নিঃশব্দে আসে যায়, টিভি দ্যাখে

মধ্যরাতে গড়ায় ছুটিসন্ধ্যার আড্ডা গানে-গল্পে

 

পরদিন যে-যার কাজে

বাড়ি ভরপুর ছিল চারজন মানুষে

পায়ে-পায়ে ছিল নিঃশব্দ বিড়াল,

দেয়ালে নিশ্চল টিকটিকি

ফ্লোরে দলছুট আরশোলা অন্ধকার খুঁজছে।

 

বাড়ি ভরপুর ছিল দিনরাত

বাতাসে তরুণীর হাসির প্রতিধ্বনি

বাবার মান-অভিমান কচুপাতায় জল,

মুহূর্তে গড়িয়ে পড়ে, মা হাসে—

এই মেয়ে যাবে অন্য ঘরে! ভেবে চোখ মোছে

 

এখন সেই বাড়ি হানাবাড়ি

টিভি-পর্দায়, গিটারে ধূলির স্তর

টবে বুনোফুল রোদে পুড়ছে।

মেয়েটি নেই। হঠাৎ চলে গেছে অন্য ঠিকানায়

ঠিকানা আছে, ঠিকানা নেই

ওখানে নিষ্ফল চিঠি, মোবাইল, এসএমএস

 

শূূন্য বাড়িতে ঘোরে ছায়ামানুষেরা।

মন্তব্য