kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

ধ্রুব কোনো মায়া নেই

রবিউল হুসাইন

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



ধ্রুব কোনো মায়া নেই এই অবাস্তব স্বপ্নকথনে যদিও অদ্বিতীয়

সেই কথাগুলো ধীরে ধীরে অধীর হয়ে নিদ্রামগ্নতায় স্থির অধীর

দূরে আর কত পিছনে ফিরে ফিরে চাওয়া যখন যাওয়া তবুও সুপ্রিয়

সুখী স্রোতের সঙ্গে সবুজ শেওলা ভেসে কূলে এসে গড়ে নীড় নিবিড়

 

কিছু মানুষের কোনো বন্ধন নেই গাঢ় বন্ধুত্ব নেই মনোপ্রিয়তা ছাড়া আমরা

যারা কালে কালে স্বকালে বিয়োজনের বিকেলে সকালে বিভোর বিজোড়ে,

প্রাদুর্দৈব সময় ও কালের রহস্যময়তার সঙ্গে ওই হেঁটে আসে কারা বেচারা

ঠিক সবই সঠিক অজানা কালাতিপাতে কিছু কিছু সিদ্ধান্ত কঠোর অঘোরে

 

ভিন্ন বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয় প্রথামাফিক বক্তারাই মুখ্য বিপক্ষ

পুনঃপ্রচার ও প্রকাশ হবে আশাতীত যদি তথ্যমন্ত্রী সভাপ্রধান হন সুজন

বেশ তাই-ই হলো পত্রিকাতে ছবিসহ খবর কত টেলিভিশনেও আধিক্য সখ্য

সব পরিচিতদের প্রশংসা আর স্তুতিতে পূর্ণ প্রতিবেশে পরিজন স্বজন দুর্জন

 

তবে সব কিছু এভাবেই কি শেষ হবে এ প্রশ্ন কখনো জাগেনি সুন্দরবনে

ভূপ্রকৃতির সুপ্ত প্রাকৃতিকতা তবু টেনে নিয়ে যায় বিভ্রমে অকারণে গহনে

মন্তব্য



সাতদিনের সেরা