শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
মৃদু নয়, অন্য-ভিন্ন আনন্দের খনি
উত্তাপে যখন ছোটে
ফোটে অনুরাগ—পরাগ-সংসার
বৈঠকের সম্পূরক ধার!
ক্ষুদ্র নয়, ফাল্গুন এখনো বাকি
পুষ্প তবু দিয়ে গেছে বায়ুর সংবাদ—
প্রভাত-কৌশল রটে প্রথম আহ্লাদে
মুগ্ধ পথে, জনস্রোতে—লোহিত-পরম্পরায়!
শর্ত নয়, দাবি ছিল অঙ্গীকারে ঢাল
সেবিকা কি হাসপাতাল
আঙুলের ভাঁজে ধরা আগমন-কাল
তা-ও হায় প্রস্থানের শাদায় মোড়ানো!
দয়া নয়, আহ্নাফ!
রক্তের দখল যদি চাই
অন্তর্যামীর কী অভিপ্রায়
তোমার নিবাসে রাখে মাটির প্রহরী?
মন্তব্য