kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

চোখ

মারুফুল ইসলাম

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসোনার নায়ের আগে পিছে বাঁকা ঢেউ

কলাবতী বউ গ্রীবা বাড়িয়েছে কূলে

ভাটিয়ালি গায় তার সুর নিয়ে কেউ

মনে রেখে রেখে সেও শেষে যায় ভুলে

শহর মেতেছে তার কবিতায় বেশ

তার কাছে ঋণ, তার তটে আনাগোনা

যদিও আমার নয় সে কুটুম খেশ

তবু তাকে নিয়ে ইতিউতি জাল বোনা

 

তাল কেটে কেটে যায়, কেটে যায় কাল

জীবন মানে কি দেহ ধরে বেঁচে থাকা

গণিত হিসেব করে আকাশপাতাল

মিছে নয় আজও তাকে ডাকনামে ডাকা

চোখের ভেতরে চোখ মেলে রাখে চোখ

এবার আমার সাথে তার কথা হোক

মন্তব্য