বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি
মানুষ বুভুক্ষু যদি, আমি গাছ—আমি এক পল্লবিত তরু
নদীজলে দোল খায় জ্যোত্স্নায় কবি এক চণ্ডীদাস, বড়ু।
মানুষ হলে একলাফে মরিপড়ি ঝাঁপ দিয়ে প্লাবিত জলে
চোখ বুজে দিনমান ভাঙা যেত দুই কূল ঢেউ তুলে তুলে।
ইচ্ছেনদী—স্বৈরিণী, অবশেষে দ্বিধা হয়ে ভাসালে দুকূল
আমি তো চেয়েছি শুধু দোয়াব অঞ্চলজুড়ে শতবর্ণ ফুল।
কবিও সাঁতার জানে, যেই নদী বুকে ধরে কুসুমের ভেলা
কবির স্বভাব এই—বাকি সব ধারাপাত হাভাতেই গেলা।
মানুষ বুভুক্ষু যদি, আমি গাছ—আমি এক পল্লবিত তরু
নদীজলে দোল খায় জ্যোত্স্নায় কবি এক চণ্ডীদাস, বড়ু।
মন্তব্য