kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

সব মানুষই দগ্ধ হয়

মাশুক চৌধুরী

১১ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভেতরে ভেতরে সব মানুষই দগ্ধ হয়

দগ্ধ হতে হতে ভস্ম হয়ে যায়

কিন্তু কারো হৃদয়েই ছাইদানি থাকে না

মানুষের হৃদয় শুধু ভালোবাসা রাখার ফুলদানি

বাগানের মতো যেখানে শুধু ফুল থাকে

ফুলের ভেতরে থাকে সুগন্ধের ম-ম

সে সুগন্ধেই মানুষ নিশ্চিন্তে ঘুমায়

ঘুমন্ত মানুষের বুকের বাগানে

জেগে থাকে আবেগের ফুল।

 

মানুষ যতই দগ্ধ হোক, ভস্ম হোক

কোথাও ছাই জমা হয় না

বিদগ্ধ প্রেমের ফুল

প্রস্ফুটিত হয় তোমার অন্তরে।

মন্তব্য