kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

যে তুমি নদীর মতো

আসাদ মান্নান

১১ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকটা মুখের জন্য এক জোড়া চোখের কী মরুতৃষ্ণা!

তৃষ্ণার শুকিয়ে যাওয়া সেই মৃত আকুল আকুতি

এখনো বহন করে পৌষের এই মরা নদী :

আজ এতকাল পরে আমার কেবল কান্না পাচ্ছে

ফেলে আসা গাছগুলো কী নিবিড় ভালোবাসা দিয়ে

আমাকে জড়িয়ে রাখে কী মধুর নিমগ্ন নেশায়!

যে যাবার সে যাবেই পথ শুধু পথে রবে পড়ে

প্রিয় হলুদিয়া পাখি কেন ডাকে পাতার সংসারে?

ওই শৈশব যেন এক হাবাগোবা দিগম্বর নদী;

পারভাঙা যৌবনের বৃষ্টিময়ী প্রেমের উৎসবে

ময়ূর ময়ূরী নাচে, খুলে যায় ভোরের জানালা;

যে তুমি নদীর মতো বাতাসের হাত ধরেছিলে

আমাকে উন্মাদ করে সে এখন পাহাড়ে উঠেছ—

তোমার ভেতরে যেতে কতবার পথে নামি, পথ

চলে গেছে অন্যদিকে অন্য কারো গোপন খামারে।

মন্তব্য