kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

ব্যাধির মতো

মাহমুদ আল জামান

১১ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুরারোগ্য ব্যাধির মতো বুকে লেগেই আছে একটি আয়না

নিজেকে দেখি, তোমাকে দেখি

আবিষ্কারও করি; সারি সারি মৃত মানুষের কান্না,

এখন ব্যাধির সময়; সব কিছু খুবই দুঃসহ

মনের অসুখ, হৃদয়ের অসুখ, মস্তিষ্কের অসুখ

বন্ধুর সঙ্গে অস্বাভাবিক সখ্য নিয়ে বেঁচে থাকি অন্ধকারে নাচে ভৈরব

শরীরের রক্ত হিম হয়ে ওঠে

মাঠে-প্রান্তরে এভিনিউ আর অলিগলিতে তোমাকে খুঁজি

নারীর অবয়বে প্রলয় মেঘের মতো ছায়া কাঁপে

 

আমি তো যেতে চাই না; আমি সিঁড়ি খুঁজি

সিঁড়ি পাই না; অগ্নি ও ঝড়ের পদধ্বনি চতুর্দিকে

নদীর সম্মুখে দাঁড়াই; নদী আগের মতো কথা বলে না

ভয়ংকর ক্ষত খুব বেশি; হৃদয়ে যন্ত্রণাকাতর

স্ফুলিঙ্গ

শূন্যতায় নিঃশ্বাস ঝরে

দুরারোগ্য ব্যাধির মতো বুকে লেপ্টে আছে

একটি আয়না

নীরবতায়, নিজেকে দেখি, তোমাকে দেখি

সন্তাপে আবিষ্কার করি নারীর শরীর, কেবলই শরীর মন নয়

মন্তব্যসাতদিনের সেরা