kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

সামন্ত খিদের চর্চা

হাসান হাফিজ

১১ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোনটা যে জাগরণ কোনটা যে ঘুম

আজকাল প্রভেদ বুঝি না

জেগে থাকতে থাকতে আমি

আচম্বিতে কখন ঘুমিয়ে পড়ি

আবার ঘুমেরই মধ্যে নিরিবিলি

নিমজ্জিত থাকতে থাকতে

কখন যে ভেসে উঠি অকস্মাৎ

তাত্পর্য ও পরিণতি কিচ্ছুই বুঝি না

জানতে চেয়ে হদ্দ বোকা বনে যাই

এই মতো ধন্দ আর মিশেলে ধোঁকায়

চলে যাচ্ছে দিনকাল, চলছে না স্বাভাবিক,

নাই তার স্বতঃস্ফূর্ত গতিছন্দ চাহিদা বিকাশ

কোথা ঘুম জাগৃতি কেমন তার কিবা রং

নিরূপণ করা দায়, মনুষ্যেরও কর্ম সেটা নয়

মানুষ প্রগতি ভুলে চর্চা করছে সামন্ত খিদের

সূক্ষ্ম বোধ হারায় অতল তলে উদ্ধার তাগিদ নেই

নিদ্রা আর জাগরণ একটি সুতোর মধ্যে

ক্ষুদ্রাকার একটি বিন্দুর মধ্যে

অচঞ্চল স্থির হয়ে আছে, তাকে নাড়ানো কঠিন

মন্তব্যসাতদিনের সেরা