kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

এই তোর রীতি

নাসির আহমেদ

১১ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমি কোন ঘোরে ঘুরছি এখনো

মোহমায়া তোর গহন ছায়ায়

দিনরাত আজও একাকার কেন

কে আমাকে আলো-আঁধার দেখায়!

 

তুই যদি নদী আমি তার বালু

নিরবধি তোর শুধু দূরে যাওয়া

আমার পাঁজরে অতৃপ্তি তাই

এখনো ছড়ায় চৈত্রের হাওয়া।

 

আমি লিখি তোর প্রশস্তি শুধু

এ যেন আমার অমোঘ নিয়তি

পূর্ণতা তোর পড়বে না চোখে

অপূর্ণ আমি—এই তোর রীতি!

মন্তব্য