kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

চার চ্যানেলে দ্য বক্স

১১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঞ্চালনায় ‘দ্য বক্স...সিজন টু’ প্রচারিত হবে চার চ্যানেলে। ৭ পর্বের সেলিব্রিটি গেম শোটি আরটিভিতে দেখা যাবে প্রতিদিন সন্ধ্যা ৬টায়, এনটিভিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, এটিএন বাংলায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ও দীপ্ত টিভিতে রাত ১০টা ৪০ মিনিটে।

দ্বিতীয় সিজনে নুসরাত ইমরোজ তিশার তারকা অতিথি যথাক্রমে পূর্ণিমা, অপূর্ব, তানজিন তিশা, বিদ্যা সিনহা মিম, তাহসান খান, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। এই সিজনে তারকাদের সঙ্গে ভিডিওকলে ভক্তরাও অংশ নিয়েছেন বিভিন্ন খেলায়।