Use of ‘supposed to + V1’ (for expectation/obligation/arrangement)
কোনো প্রত্যাশা, নিয়ম, চুক্তি বা পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একটি কাজ করা উচিত বা করার কথা বোঝাতে আমরা সাধারণত আলোচ্য কাঠামোটি ব্যবহার করি।
Example
1. You are supposed to submit the report by noon.
দুপুরের মধ্যে তোমার প্রতিবেদন জমা দেওয়ার কথা।
2. He is supposed to pick up the keys. চাবিগুলো তুলে নেওয়ার কথা তার।
3. We are supposed to meet at 7 PM. সন্ধ্যা ৭টায় আমাদের সাক্ষাত্ করার কথা
Structure
Subject + to be verb + supposed + to + V1 + object/extension.
►Translate the following sentences into Bangla.
1. I am supposed to work today, but I feel sick.
2. She is supposed to be here by now.
3. They are supposed to follow the instructions carefully.
4. What are we supposed to do next?
5. He is not supposed to disclose confidential information.
6. You are supposed to pay your rent on the first of the month.
7. We are supposed to have a meeting this afternoon.
8. Are you supposed to bring anything to the party?
9. The Train is supposed to arrive in five minutes.
10. He is supposed to be an expert in this field.
Answer
১. আজ আমার কাজ করার কথা, কিন্তু আমার অসুস্থ লাগছে।
২. এতক্ষণে তার এখানে থাকার কথা।
৩. তাদের নির্দেশাবলি সাবধানে অনুসরণ করার কথা।
৪. আমাদের এরপর কী করার কথা?
৫. গোপন তথ্য প্রকাশ করার কথা নয় তার।
৬. মাসের প্রথম তারিখে তোমার ভাড়া পরিশোধ করার কথা।
৭. আজ বিকেলে আমাদের একটি মিটিং হওয়ার কথা।
৮. পার্টিতে তোমার কিছু আনার কথা আছে কি?
৯. ট্রেনটি পাঁচ মিনিটের মধ্যে আসার কথা।
১০. এই ক্ষেত্রে তাকে একজন বিশেষজ্ঞ মনে করা হয়।
►Translate the following sentences into English.
১. তোমাকে সাহায্য করার কথা আমার।
২. তার প্রতিদিন অনুশীলন করার কথা।
৩. তাদের এই কাজ শেষ করার কথা।
৪. আমাকে ফোন করার কথা ছিল তোমার।
৫. আমাদের কোনো গোপন কথা বলার কথা নয়।
৬. তার একটি নতুন গাড়ি কেনার কথা।
৭. আমার আজ তাড়াতাড়ি ঘুমানোর কথা।
৮. এই ওষুধ তোমাকে ভালো অনুভব করানোর কথা।
৯. তাদের নিয়ম ভঙ্গ করার কথা নয়।
১০. আমাদের সেখানে ১০টায় পৌঁছানোর কথা।
Answer
1. I am supposed to help you.
2. He is supposed to practice daily.
3. They are supposed to finish this work.
4. You were supposed to call me.
5. We are not supposed to tell a secret.
6. He is supposed to buy a new car.
7. I am supposed to sleep early tonight.
8. This medicine is supposed to make you feel better.
9. They are not supposed to break the rules.
10. We are supposed to arrive there at ten o'clock.
সুমন ভূইয়া