প্রথম অধ্যায় : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
বহু নির্বাচনী প্রশ্ন
১। অর্থনীতিতে সর্বপ্রথম ‘দুষ্প্রাপ্যতা’ ধারণাটির ব্যবহার করেন কে?
ক. পল এ স্যামুয়েলসন খ. লিওনেল রবিন্স
গ. অ্যাডাম স্মিথ ঘ. আলফ্রেড মার্শাল
২। অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে?
ক. দুষ্প্রাপ্যতা খ. নির্বাচন
গ. জোগান ঘ. চাহিদা
৩। অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি?
ক. সসীম অভাব খ. সীমিত উৎপাদন
গ. সঠিক নির্বাচন ঘ. সীমিত সম্পদ
৪।
অর্থনীতিকে ‘স্বল্পতার বিজ্ঞান’
(science of scarcity) হিসেবে ব্যাখ্যা দিয়েছেন কে?
ক. অ্যাডাম স্মিথ খ. পল এ স্যামুয়েলসন
গ. অধ্যাপক মার্শাল ঘ. এল রবিন্স
৫। ‘মানুষ যে সকল দ্রব্যসামগ্রী চায় তার জোগান প্রকৃতিতে সীমাবদ্ধ বা দুষ্প্রাপ্য’—উক্তিটি কার?
ক. জন মিল খ. এল রবিন্স
গ. পল এ স্যামুয়েলসন ঘ. লিপসি
৬। অর্থনীতিকে ‘প্রশাসনিক বিজ্ঞান’ বলে অভিহিত করেন কোন অর্থনীতিবিদ?
ক. খ Robbins খ. Adam Smith
গ. Oskar Lange ঘ. Paul A Samuelson
৭। অর্থনীতির যমজ সমস্যাদ্বয় কী?
ক. দুষ্প্রাপ্যতা ও নির্বাচন
খ. দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা
গ. অসীমতা ও নির্বাচন
ঘ. স্বল্পতা ও প্রতিদ্বন্দ্বিতা
৮।
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা কেমন?
ক. অত্যধিক খ. সীমাবদ্ধ
গ. মুক্ত ঘ. অসীম
৯। ধনতন্ত্রে অদৃশ্য হাত বলতে নিচের কোনটিকে বোঝানো হয়েছে?
ক.স্বয়ংক্রিয় দামব্যবস্থা খ. দ্রব্যের চাহিদা
গ. দ্রব্যের জোগান ঘ. বাজার ভারসাম্য
১০। মুক্ত বাজার অর্থনীতিতে দ্রব্যসামগ্রীর দাম নির্ধারিত হয়—
i. চাহিদা ও জোগানের যৌথ ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে
ii. স্বয়ংক্রিয় দামব্যবস্থার দ্বারা
iii. কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। PPC-এর পূর্ণ নাম কী?
ক. Possibility Production Curve খ. Possible Production Curve
গ. Production Possibility Curve
ঘ. Product Possibility Curve
১২।
অর্থনীতিতে মৌলিক সমস্যা কয়টি?
ক. ৫টি খ. ৩টি
গ. ২টি ঘ. ৪টি
১৩। উৎপাদন সম্ভাবনা রেখার যেকোনো বিন্দু কী নির্দেশ করে?
ক. স্বল্প উৎপাদন খ. বেকারত্ব
গ. পূর্ণ নিয়োগ ঘ. অপূর্ণ নিয়োগ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও :
জারিন বিনতে জাহাঙ্গীর ‘ক’ দেশে বসবাস করে। সেখানে উৎপাদন, ভোগ ও বন্টন সংক্রান্ত কার্যাবলির ক্ষেত্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
১৪। জারিন বিনতে জাহাঙ্গীরের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?
ক. মিশ্র খ. ইসলামী
গ. ধনতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
১৫।
জারিন বিনতে জাহাঙ্গীরের দেশের ক্ষেত্রে—
i. ভোক্তার স্বাধীনতা বিদ্যমান
ii. বাজারে অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত
iii. মুদ্রাস্ফীতি নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাওয়া যায়—
i. অসীম অভাব
ii. সীমিত সম্পদ
iii. সম্পদের পূর্ণ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. খ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. গ
৭. ক ৮. খ ৯. ক ১০. ক ১১. গ ১২. খ
১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ঘ।