<p>চতুর্থ অধ্যায়</p> <p><strong>মালিকানার ভিত্তিতে ব্যবসায়</strong></p> <p> </p> <p>জ্ঞানমূলক প্রশ্ন</p> <p>[পূর্বপ্রকাশের পর]</p> <p>২২।     একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর</p> <p>          নির্ভরশীল?</p> <p>          উত্তর : একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল। </p> <p>২৩।     অংশীদারি ব্যবসায়ের লাভ-ক্ষতি কিভাবে</p> <p>          বণ্টিত হয়? </p> <p>          উত্তর : অংশীদারি ব্যবসায়ের লাভ-ক্ষতি চুক্তি</p> <p>          অনুযায়ী বণ্টিত হয়। </p> <p>২৪।     অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কী?</p> <p>          উত্তর : অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হলো চুক্তি। </p> <p>২৫।     অংশীদারি ব্যবসায়ের দিকনির্দেশ হিসেবে</p> <p>          কাজ করে কোনটি?</p> <p>          উত্তর : অংশীদারদের মধ্যকার চুক্তিপত্র</p> <p>          অংশীদারি ব্যবসায়ের দিকনির্দেশ হিসেবে</p> <p>          কাজ করে। </p> <p>২৬।     সীমাবদ্ধ দায় কী?</p> <p>          উত্তর : ব্যবসায়ে বিনিয়োগকারীর সরবরাহকৃত মূলধন পর্যন্ত দায় বহন করাকে সীমাবদ্ধ দায় বলে। </p> <p>২৭।     সর্বপ্রথম কম্পানি আইন কী নামে পরিচিত</p> <p>          ছিল?</p> <p>          উত্তর : সর্বপ্রথম কম্পানি আইন ‘The</p> <p>          Joint Stock Company Act ১৮৪৪’ নামে</p> <p>          পরিচিত ছিল। </p> <p>২৮। ভারতীয় উপমহাদেশে কত সালে প্রথম</p> <p>          কম্পানি আইন পাস হয়? </p> <p>          উত্তর : ভারতীয় উপমহাদেশে ১৮৫০ সালে প্রথম কম্পানি আইন পাস হয়। </p> <p>২৯।     শেয়ার কী?</p> <p>          উত্তর : কম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে।  </p> <p>৩০।     ব্যবসায়ের কৃত্রিম ব্যক্তিসত্তা কী?</p> <p>          উত্তর : ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আইনগত মর্যাদা ও অধিকার অর্জন করাকে ব্যবসায়ের কৃত্রিম ব্যক্তিসত্তা বলে।</p> <p> </p>