<p><strong>মডেল প্রশ্ন</strong></p> <p><strong>বহু নির্বাচনী প্রশ্ন   </strong>      </p> <p>১।         ‘আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।’—উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর </p> <p>  ক) ক্ষোভ  খ) অভিমান</p> <p>  গ) একগুঁয়েমি ঘ) আত্মমর্যাদাবোধ</p> <p>২।         অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল?</p> <p>  ক) ২২ বছর খ) ২৫ বছর   </p> <p>  গ) ২৭ বছর ঘ) ২৯ বছর </p> <p>  নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর</p> <p>  দাও :</p> <p>  মহুয়া পালার হোমরা বেদে যখন নদের চাঁদকে মারার জন্য মহুয়ার হাতে বিষলক্ষের ছুরি তুলে দেয়, মহুয়া তখন সেই ছুরি নিজের বুকে চালিয়ে দিয়ে তার প্রেমকে চির অমর করে রাখে।</p> <p>৩।         উদ্দীপকের মহুয়ার সঙ্গে মিল রয়েছে—</p> <p>  ক) মৃত্যুঞ্জয়ের      খ) হৈমন্তীর</p> <p>  গ) বিলাসীর  ঘ) ন্যাড়ার</p> <p>৪। উভয় চরিত্রের সাদৃশ্যের কারণ—</p> <p>  i. প্রেমের আতিশয্য ii. আত্মবিসর্জন  </p> <p>  iii. দৈহিক সৌন্দর্য</p> <p>  নিচের কোনটি সঠিক?</p> <p>  ক) i ও ii  খ) i ও iii  </p> <p>  গ) ii ও iii   ঘ) i, ii ও iii</p> <p>৫। ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়ার উপায় হলো—</p> <p>  i. ভুল থেকে শিক্ষা নেওয়া</p> <p>  ii. বিনয়ী হওয়া    </p> <p>  iii. আত্মসচেতন হওয়া</p> <p>  নিচের কোনটি সঠিক?</p> <p>  ক) i ও ii খ) i ও iii   </p> <p>  গ) ii ও iii   ঘ) i, ii ও iii</p> <p>৬। ‘রাজবন্দির জবানবন্দি’ কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?</p> <p>  ক) প্রবন্ধগ্রন্থ  খ) কাব্যগ্রন্থ</p> <p>  গ) নাট্যগ্রন্থ ঘ) উপন্যাস</p> <p>৭। ‘র‌্যাশনাল’ শব্দের আভিধানিক অর্থ কী?</p> <p>  ক) আচরণগত খ) মানবিক    </p> <p>  গ) উদার ঘ) বিচারবুদ্ধিসম্পন্ন</p> <p>৮। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়?</p> <p>  ক) বিষণ্নতা খ) দীনতা   </p> <p>  গ) মৌনতা ঘ) কৃতজ্ঞতা</p> <p>  নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর</p> <p>  দাও :</p> <p>  সাহস মানুষকে বাঁচিয়ে রাখে, ভয় মানুষকে মৃত্যুর আগেই মৃত্যু পথযাত্রী করে তোলে।</p> <p>৯। উদ্দীপকের মূলভাব প্রকাশ পেয়েছে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রে?</p> <p>  ক) মাসি-আহ্লাদি    খ) পিসি-আহ্লাদি</p> <p>  গ) মাসি-পিসি ঘ) জগু-রহমান</p> <p>১০।        উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের আলোকে বলা যায়—</p> <p>  i. বিপদে সাহস প্রয়োজন       </p> <p>  ii. ভয় বিপদ বাড়ায়      </p> <p>  iii. মাসি-পিসি দুজনেই সাহসী</p> <p>  নিচের কোনটি সঠিক?</p> <p>  ক) i ও ii খ) i ও iii  </p> <p>  গ) ii ও iii ঘ) i, ii ও iii</p> <p>১১।        অনশন চলাকালে বঙ্গবন্ধু কারাগার থেকে কয়টি চিঠি লিখেছিলেন?</p> <p>  ক) দুটি   খ) তিনটি    </p> <p>  গ) চারটি  ঘ) পাঁচটি</p> <p>১২।        আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের</p> <p>  সংখ্যা কয়টি?</p> <p>  ক) দুটি   খ) তিনটি</p> <p>  গ) চারটি  ঘ) পাঁচটি</p> <p>১৩। ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’—এই পঙক্তিতে কী বোঝানো হয়েছে?   </p> <p>  ক) আত্মগৌরব খ) ক্ষমাশীলতা       গ) আন্তরিকতা   ঘ) আত্মগ্লানি   </p> <p>১৪। ‘পাথার’ শব্দের সমার্থক নিচের কোনটি?</p> <p>  ক) পাথর খ) সৈকত   </p> <p>  গ) উপকূল   ঘ) সমুদ্র</p> <p>১৫।        ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি শীতকে ‘মাঘের সন্ন্যাসী’ বলেছেন—</p> <p>  i. মাঘের শীতের তীব্রতার জন্য   </p> <p>  ii. শীতের রিক্ততার কারণে </p> <p>  iii. কুয়াশার আস্তরণের কারণে</p> <p>  নিচের কোনটি সঠিক?</p> <p>  ক) i ও ii  খ) i ও iii</p> <p>           গ) ii ও iii   ঘ) i, ii ও iii</p> <p>১৬।        ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে?</p> <p>  ক) প্রকাণ্ড গাছে খ) গ্রামের পথে </p> <p>  গ) শহরের পথে    ঘ) নদীর ধারে</p> <p>১৭। ‘প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে’—এ কথা কে বলতেন?</p> <p>  ক) মা    খ) ভাই     </p> <p>  গ) পূর্বপুরুষ   ঘ) বড় বোন</p> <p>১৮।        আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে?</p> <p>  ক) বাংলাদেশের প্রকৃতি </p> <p>  খ) রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ</p> <p>  গ) মৃত্যু চেতনা       </p> <p>  ঘ) বিদ্রোহী চেতনা</p> <p>  নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের</p> <p>  উত্তর দাও :</p> <p>  ‘জন্মিলে মরিতে হবে</p> <p>  অমর কে কোথা কবে?</p> <p>  চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে।’</p> <p>১৯।        উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার বিষয়বস্তুকে নির্দেশ করে?</p> <p>  ক) ফেব্রুয়ারি ১৯৬৯  খ) বিদ্রোহী          গ) প্রতিদান     ঘ) সোনার তরী </p> <p>২০।        উদ্দীপকের বক্তব্যের সঙ্গে নির্দেশিত কবিতার</p> <p>  অন্তর্গত মিল—</p> <p>  i. বিষয়বস্তুতে       ii. মৃত্যুর অনিবার্যতায়   </p> <p>  iii. বিচিত্র ভাবনায়</p> <p>  নিচের কোনটি সঠিক?</p> <p>  ক) i ও ii  খ) i ও iii          </p> <p>  গ) ii ও iii   ঘ) i, ii ও iii</p> <p>২১।        ‘চির উন্নত মম শির’—এ চরণে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো—</p> <p>  i. আত্মজাগরণ ii. আত্মমর্যাদার অহংকার    </p> <p>  iii. আদর্শবোধে অটল স্থিতি</p> <p>  নিচের কোনটি সঠিক?</p> <p>  ক) i ও ii  খ) i ও iii      </p> <p>  গ) ii ও iii   ঘ) i, ii ও iii</p> <p>২২।        কাজী নজরুল ইসলাম কত সালে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?</p> <p>  ক) ১৯৪০ খ) ১৯৫০   </p> <p>  গ) ১৯৬০ ঘ) ১৯৭০</p> <p>২৩।        ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত? </p> <p>  ক) স্বরবৃত্ত খ) মাত্রাবৃত্ত  </p> <p>  গ) অক্ষরবৃত্ত  ঘ) গদ্যছন্দ</p> <p>২৪।        ‘আঠারো বছর বয়স’ কিসে বাঁচে?     </p> <p>  ক) দুর্যোগে আর ঝড়ে</p> <p>  খ) শান্তি ও অশান্তিতে    </p> <p>  গ) হাসি ও কান্নায়  </p> <p>  ঘ) সংগ্রাম ও শান্তিতে</p> <p>২৫। ‘ভিক্টরি অর ডেথ’—সংলাপটি কে বলেছিল?</p> <p>  ক) হলওয়েল  খ) ক্যাপ্টেন ক্লেটন    </p> <p>  গ) ওয়াটস ঘ) রজার ড্রেক</p> <p>২৬। ‘এমন শুভ দিনটি থমথমে করে দিয়ে গেল।’—জগেশঠ কার উদ্দেশে এই উক্তি করে?</p> <p>  ক) মানিকচাঁদের     খ) মিরনের    </p> <p>  গ) উমিচাঁদের ঘ) মোহনলালের</p> <p>২৭। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য সংঘটনের কাল কোনটি?</p> <p>  ক) ১৯৫৬ সালের ১৯ জুন</p> <p>  খ) ১৯৫৭ সালের ১ জানুয়ারি</p> <p>  গ) ১৯৫৭ সালের ২ মার্চ</p> <p>  ঘ) ১৯৫৬ সালের ৩ জুলাই</p> <p>২৮। ‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে’—উক্তিটি কার?   </p> <p>  ক) খালেক ব্যাপারীর</p> <p>  খ) হাসুনির মার   </p> <p>  গ) মজিদের  </p> <p>  ঘ) আক্কাসের</p> <p>২৯। সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?</p> <p>  ক) ১৯৪৫ খ) ১৯৪৬   </p> <p>  গ) ১৯৪৭ ঘ) ১৯৪৮</p> <p>৩০। ‘লালসালু’ উপন্যাসের বেশির ভাগ চরিত্র—  </p> <p>  i. কুসংস্কারাচ্ছন্ন    </p> <p>  ii. শোষিত-বঞ্চিত       </p> <p>  iii. দরিদ্র গ্রামবাসী</p> <p>  নিচের কোনটি সঠিক?</p> <p>  ক) i ও ii   খ) i ও iii       </p> <p>  গ) ii ও iii   ঘ) i, ii ও iii</p> <p> </p> <p>    উত্তর : ১. ঘ ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. ঘ।</p>