<p><strong>পঞ্চম অধ্যায়</strong></p> <p><strong>আব্বাসী খিলাফত</strong></p> <p><strong>জ্ঞানমূলক প্রশ্ন</strong></p> <p>১।        আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কী?</p> <p>  উত্তর : আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন খলিফা আবু জাফর আল মনসুর।</p> <p>২।        বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে?</p> <p>  উত্তর : বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা হচ্ছেন আবু জাফর আল মনসুর।</p> <p>৩।        ‘আল মনসুর’ শব্দের অর্থ কী?</p> <p>  উত্তর : আল মনসুর আরবি শব্দ। এর অর্থ হলো বিজয়ী।</p> <p>৪।        আব্বাসীয়দের শেষ খলিফার নাম কী?</p> <p>  উত্তর : আব্বাসীয়দের শেষ খলিফার নাম আল-মুসতাসিম বিল্লাহ।</p> <p>৫।        বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে?</p> <p>  উত্তর : বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা হলেন খালিদ বার্মাকি।</p> <p>৬।        আব্বাসীয়দের রাজধানী কোথায় ছিল?</p> <p>  উত্তর : আব্বাসীয়দের রাজধানী ছিল বাগদাদে।</p> <p>৭।        খায়জুরান কে ছিলেন?</p> <p>  উত্তর : খায়জুরান আব্বাসী খলিফা আল মাহদীর স্ত্রী ছিলেন।</p> <p>৮।        বুরান কে ছিলেন?</p> <p>  উত্তর : বুরান ছিলেন আব্বাসী খলিফা মামুনের স্ত্রী এবং প্রধানমন্ত্রী হাসান বিন সাহলের কন্যা।</p> <p>৯।        ক্রুসেড শব্দের অর্থ কী?</p> <p>  উত্তর : ক্রুসেড শব্দের অর্থ হলো ধর্মযুদ্ধ।</p> <p>১০।       আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা কে?</p> <p>  উত্তর : আবুল আব্বাস আস-সাফফাহ আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা।</p> <p>১১।       আব্বাসীরা কত সালে ক্ষমতায় আসে?</p> <p>  উত্তর : আব্বাসীরা ৭৫০ সালের অক্টোবর মাসে ক্ষমতায় আসে।</p> <p>১২।       মাহদিয়া শহরটির নির্মাতা কে?</p> <p>  উত্তর : মাহদিয়া শহরটির নির্মাতা আব্বাসী যুবরাজ মাহদী।</p> <p>১৩।       মু’তাযিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে?</p> <p>  উত্তর : মু’তাযিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়াসিল বিন আতা।</p> <p>১৪।       বায়তুল হিকমা কত সালে প্রতিষ্ঠিত হয়?</p> <p>  উত্তর : ৮৩০ খ্রিস্টাব্দে বায়তুল হিকমা প্রতিষ্ঠিত হয়।</p> <p>১৫।       আল মামুন কত খ্রিস্টাব্দে আব্বাসী খিলাফত লাভ করেন?</p> <p>  উত্তর : আল মামুন ৮১৩ খ্রিস্টাব্দে আব্বাসী খিলাফত লাভ করেন।</p> <p>১৬। আবু মুসলিম খোরাসানি কে ছিলেন?</p> <p>  উত্তর : আবু মুসলিম খোরাসানি ছিলেন আরব বংশোদ্ভূত ইস্পাহানের অধিবাসী।</p> <p>১৭।       ‘নহরে জুবাইদা’ খাল কে খনন করেন?</p> <p>  উত্তর : নহরে জুবাইদা খালটি খনন করেন হারুন অর রশিদের স্ত্রী জুবাইদা।</p> <p>১৮।       সুন্নি মতবাদের ভিত্তি স্থাপন করেন কে?</p> <p>  উত্তর : সুন্নি মতবাদের ভিত্তি স্থাপন করেন আবু জাফর আল মনসুর।</p> <p>১৯।       খলিফা আল মনসুর কাকে ‘আরবের বাজপাখি’ বলে আখ্যায়িত করেন?</p> <p>  উত্তর : খলিফা আল মনসুর প্রথম আব্দুর রহমানকে আরবের বাজপাখি বলে আখ্যায়িত করেন।</p> <p>২০।       আবু জাফর আল মনসুর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?</p> <p>  উত্তর : আবু জাফর আল মনসুর ৭৫৪ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।</p> <p>২১।       হারুন অর রশিদ কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন?</p> <p>  উত্তর : হারুন অর রশিদ ৭৮৬ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।</p> <p>২২।       হারুন অর রশিদ কত বছর বয়সে বাগদাদের সিংহাসনে আরোহণ করেন?</p> <p>  উত্তর : হারুন অর রশিদ ২৫ বছর বয়সে বাগদাদের সিংহাসনে আরোহণ করেন।</p> <p>২৩।       ‘নওবাহার’ মন্দির কোথায় অবস্থিত?</p> <p>  উত্তর : নওবাহার মন্দির বালখ প্রদেশে অবস্থিত।</p> <p>২৪।       আল মামুন কখন সিংহাসনে আরোহণ করেন?</p> <p>  উত্তর : আল মামুন ৮১৩ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।</p> <p>২৫। কে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন?</p> <p>  উত্তর : খলিফা আল মামুন বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন।</p> <p>২৬।       কার শাসনামলকে রোমান সম্রাট অগাস্টানের শাসনামলের সাথে তুলনা করা হয়?</p> <p>  উত্তর : খলিফা আল মামুনের শাসনামলকে রোমান সম্রাট অগাস্টানের শাসনামলের সাথে তুলনা করা হয়।</p> <p>২৭।       আরবদের নিকট ‘অনুবাদকদের শেখ’ নামে পরিচিত কে?</p> <p>  উত্তর : হুসাইন ইবনে ইসহাক আরবদের নিকট অনুবাদকদের শেখ নামে পরিচিত ছিল।</p> <p>২৮।       সেলজুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?</p> <p>  উত্তর : তুঘরিল বেগ ছিলেন সেলজুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা।</p> <p>২৯।       সেলজুকদের আদি নিবাস কোথায়?</p> <p>  উত্তর : সেলজুকদের আদি নিবাস মধ্য এশিয়ায়।</p> <p>৩০।       কার নামানুসারে আব্বাসী বংশের নামকরণ করা হয়েছে?</p> <p>  উত্তর : হজরত মুহাম্মদ (সা.)-এর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের নামানুসারে আব্বাসী বংশের নামকরণ করা হয়েছে।</p> <p>৩১।       ক্রুসেডকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?</p> <p>  উত্তর : ক্রুসেডকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়।</p> <p>৩২।       আব্বাসী খলিফাগণ কত খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফত পরিচালনা করেন?</p> <p>  উত্তর : আব্বাসী খলিফাগণ ১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফত পরিচালনা করেন।</p> <p>৩৩। দ্বিতীয় মারওয়ান কখন সিংহাসনে আরোহণ করেন?</p> <p>  উত্তর : দ্বিতীয় মারওয়ান ৭৪৪ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।</p> <p>৩৪। কত সালে সেলজুক বংশ প্রতিষ্ঠা হয়?</p> <p>  উত্তর : ১০৫৫ খ্রিস্টাব্দে সেলজুক বংশ প্রতিষ্ঠিত হয়।</p> <p>৩৫। কে আব্বাসী বংশের পতন ঘটায়?</p> <p>  উত্তর : হালাকু খান আব্বাসী বংশের পতন ঘটান।</p> <p>৩৬। কত সালে আব্বাসী বংশের পতন ঘটে?</p> <p>  উত্তর : আব্বাসী বংশের পতন ঘটে ১২৫৮ সালে।</p> <p>৩৭। আব্বাসী বংশের স্বর্ণযুগ বলা হয় কার শাসনামলকে?</p> <p>  উত্তর : আব্বাসী বংশের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় খলিফা হারুন অর রশিদের শাসনামলকে।</p>