<p><strong>দ্বিতীয় অধ্যায়</strong></p> <p><strong>ভাগ</strong></p> <p><strong>সংক্ষিপ্ত প্রশ্ন</strong></p> <p>১। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?</p> <p>  উত্তর : ভাজ্য</p> <p>২। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?</p> <p>  উত্তর : ভাজক</p> <p>৩।  ভাজ্য ৫৬০১২, ভাগফল ১৩৪ এবং ভাগশেষ ০ হলে ভাজক কত?</p> <p>  উত্তর : ৪১৮</p> <p>৪। ভাজক নির্ণয়ের সূত্র কী?</p> <p>  উত্তর : (ভাজ্য-ভাগশেষ) — ভাগফল</p> <p>৫। ভাজ্য নির্ণয়ের সূত্র কী?</p> <p>  উত্তর : (ভাজক – ভাগফল) + ভাগশেষ</p> <p>৬। এক ডজন পেনসিলের দাম ৮৪ টাকা হলে ১টি পেনসিলের দাম কত?</p> <p>  উত্তর : ৭ টাকা।</p> <p>৭। কোনো ভাগ অঙ্কে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ৬৩ হলে ভাজ্য কত?</p> <p>  উত্তর : ২০১৩</p> <p>৮। কোনো ভাগ অঙ্কে ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯ হলে ভাগফল কত?</p> <p>  উত্তর : ১০২   </p> <p>৯। ৩৮ হালি ডিমের দাম ১২১৬ টাকা। ১টি ডিমের দাম কত?</p> <p>  উত্তর : ৮ টাকা    </p> <p>১০। ৯৩৫০০ — ১০০ = কত?</p> <p>  উত্তর : ৯৩৫        </p> <p>১১। ভাজক ১০, ভাগফল ১০ ও ভাগফল ১ হলে ভাজ্য কত হবে?</p> <p>  উত্তর : ১০১        </p> <p>১২। ৯৯০০০-কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?</p> <p>  উত্তর : ৯৯০০     </p> <p>১৩। ১ কুইন্টাল  = কত?</p> <p>  উত্তর : ১০০ কেজি।</p> <p>১৪। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত?</p> <p>  উত্তর : ৯৯৯৯       </p> <p>১৫। ১ দিনে কত ঘণ্টা?</p> <p>  উত্তর : ২৪ ঘণ্টা      </p> <p>১৬। ভাজ্য ৩৭০২৪, ভাগফল ৮৯ এবং ভাগশেষ ০ হলে ভাজক কত?</p> <p>  উত্তর : ৪১৬ </p> <p>১৭। যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?</p> <p>  উত্তর : ভাজক  </p> <p>১৮। ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা নিচের কোনটি?</p> <p>  উত্তর : ৮৭৫৩০ </p> <p>১৯। ২৪১২ — ১০, এখানে ভাগশেষ কত?</p> <p>  উত্তর : ২</p> <p>২০। ১০টি বই তৈরিতে ১২৮০ তা কাগজ লাগলে ১টি বই তৈরিতে কত তা কাগজ লাগবে?</p> <p>  উত্তর : ১২৮ তা</p> <p>২১। একটি বাক্সে ২৫০টি বস্তু আছে। এ রকম ৭৫০টি বস্তু রাখার জন্য কয়টি বাক্স লাগবে?</p> <p>  উত্তর : ৩টি</p> <p>২২। কোনো বাড়িতে ১ মাসে ৩০০০০ গ্রাম চাল লাগলে ১ দিনে কত গ্রাম চাল লাগবে?</p> <p>    উত্তর : ১০০০ গ্রাম।</p>