<p>ষষ্ঠ অধ্যায়</p> <p><span style="font-size:20px;"><strong>জলবায়ু ও দুর্যোগ</strong></span></p> <p>বর্ণনামূলক প্রশ্ন</p> <p>১। নদীভাঙন কী? নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? নদীভাঙনের চারটি মানবসৃষ্ট কারণ লেখো।</p> <p>উত্তর : নদীর পার ভেঙে বাড়িঘর, ফসলের মাঠ, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া দুর্যোগই হলো নদীভাঙন।</p> <p>মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। নদীভাঙনের চারটি মানবসৃষ্ট কারণ</p> <p>হলো—</p> <p>i. বনজঙ্গল উজাড় হয়ে যাওয়া।</p> <p>ii. নদীর গতিপথ পরিবর্তন করা।</p> <p>iii. নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা।</p> <p>iiii. নদী থেকে বালু উত্তোলন।</p> <p>২। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো।</p> <p>উত্তর : বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ হলো :</p> <p>i. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হলো মানবসৃষ্ট বায়ুদূষণ। যেমন—শিল্প-কারখানা এবং যানবাহনের দূষণ। ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে।</p> <p>ii. বনজঙ্গল কেটে সাফ করলে এবং গাছপালা কেটে ফেললে জীববৈচিত্র্য ধ্বংস হয় এবং জলবায়ুর পরিবর্তন হয়।</p> <p>iii. নদীশাসনের ফলে নদী ধ্বংস হওয়া, জলাধার ভরাট করা ইত্যাদি কারণে প্রকৃতির ক্ষতি হয় এবং জলবায়ুর পরিবর্তন হয়।</p> <p>সুতরাং প্রাকৃতিক কারণ ছাড়াও পরিবেশবিরোধী মানুষের নানা কর্মকাণ্ডই জলবায়ু পরিবর্তনের মূল কারণ।</p> <p>৩। দুর্যোগ কী? দুর্যোগের পূর্বাভাস জানা প্রয়োজন কেন? দুর্যোগ-পরবর্তী চারটি করণীয় লেখো।</p> <p>উত্তর : দুর্যোগ হচ্ছে একটি আকস্মিক পরিস্থিতি, যা মানুষ, অন্যান্য প্রাণী ও সম্পদের ক্ষতি করে। মানুষের জান-মালের নিরাপত্তা লাভের জন্য দুর্যোগের পূর্বাভাস জানা প্রয়োজন।</p> <p>দুর্যোগ-পরবর্তী চারটি করণীয় হলো—</p> <p>i. মানুষের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে।</p> <p>ii. খাদ্য ও নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে।</p> <p>iii. আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যেতে হবে।</p> <p>iiii. দুর্যোগের আবর্জনা দ্রুত সরাতে হবে।</p> <p>৪। জলবায়ু কী? জলবায়ু বদলে যাচ্ছে কেন? বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চারটি প্রভাব লেখো।</p> <p>উত্তর : কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। পরিবেশদূষণের ফলে জলবায়ু বদলে যাচ্ছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চারটি প্রভাব হলো—</p> <p>i. গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।</p> <p>ii. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে।</p> <p>iii. ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে।</p> <p>iiii. বারবার ভয়াবহ বন্যা হচ্ছে।</p> <p>৫। বন্যা কী? বন্যা হয় কেন? বন্যার তিনটি ক্ষতির দিক লেখো।</p> <p>উত্তর : বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা হয়। বন্যার তিনটি ক্ষতির দিক হলো—</p> <p>i. নদীভাঙন সৃষ্টি হয়।</p> <p>ii. বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন পানিবাহিত রোগ সৃষ্টি হয়।</p> <p>iii. ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হয়।</p> <p> </p>