<p>নবম অধ্যায়</p> <p><strong><span style="font-size:24px;">সরকারি অর্থ ব্যবস্থা</span></strong></p> <p>জ্ঞানমূলক প্রশ্ন</p> <p>১। সরকারি অর্থ ব্যবস্থা কী?</p> <p>উত্তর : অর্থনীতির যে শাখায় সরকারি আয়, ব্যয় ও ঋণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে।</p> <p>২। কর কী?</p> <p>উত্তর : কোনো প্রত্যক্ষ সুযোগ-সুবিধা  ছাড়া জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।</p> <p>৩। ফি কী?</p> <p>উত্তর : কোনো সুযোগ-সুবিধার বিনিময়ে জনগণ সরকারকে যে অর্থ প্রদান করে তাকে ফি বলে।</p> <p>৪। প্রত্যক্ষ কর কী?</p> <p>উত্তর : সরকার কর্তৃক যে ব্যক্তির ওপর কর ধার্য করা হয় তাকেই সেই করের অর্থ বহন করতে হয়। অন্য কারো ওপর করের অর্থ চাপিয়ে দেওয়া যায় না, তাকে প্রত্যক্ষ কর বলে।</p> <p>৫। পরোক্ষ কর কাকে বলে?</p> <p>উত্তর : সরকার কর্তৃক যে ব্যক্তির ওপর কর ধার্য করা হয়, সেই করে অর্থ বহন না করে অন্য কোনো ব্যক্তির ওপর করের অর্থ চাপিয়ে দেয় তাকে পরোক্ষ করে বলে।</p> <p>৬। সরকারি আয় কী?</p> <p>উত্তর : জাতীয় ব্যয় নির্বাহের জন্য কোনো নির্দিষ্ট অর্থবছরে সরকার বিভিন্ন উত্স থেকে যে আয় সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে।</p> <p>৭। আমদানি শুল্ক কী?</p> <p>উত্তর : বিদেশ থেকে কোনো দ্রব্যসামগ্রী আমদানি করার সময় সরকার কর্তৃক যে কর ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলে।</p> <p>৮। সরকারি ব্যয় কী?</p> <p>উত্তর : সরকারকে জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তাসহ নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে সরকারি ব্যয় বলে।</p> <p>৯। সরকারি ঋণ কী?</p> <p>উত্তর : সরকার বিভিন্ন খাতে ব্যয় নির্বাহ করার জন্য বিভিন্ন উত্স থেকে যে ঋণ গ্রহণ করে তাকে সরকারি ঋণ বলে।</p> <p> </p>