<p><strong>রাজশাহী বিশ্ববিদ্যালয়  </strong></p> <p><strong>স্নাতক শ্রেণিতে গুচ্ছ ভর্তি</strong></p> <p>রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীন আইন বিভাগ কর্তৃক পরিচালিত এলএলএম (সান্ধ্য) কোর্সে ২৮তম ব্যাচে ২০২৩-২৪ (এপ্রিল-মার্চ) সেশনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কোর্সের ক্লাস ও পরীক্ষাগুলো হবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে।</p> <p><strong>আবেদনের যোগ্যতা : </strong>এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ বা ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। এক বছর মেয়াদি এলএলএম (সান্ধ্য) ভর্তির জন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (স্নাতক) এবং ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। দুই বছর মেয়াদি এলএলএম (সান্ধ্য) ভর্তির জন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (পাস) এবং ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।</p> <p><strong>ভর্তিপ্রক্রিয়া : </strong>ভর্তি ফরম পূরণ করে জমা দেওয়া যাবে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। সম্ভাব্য লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা, আইন বিভাগ, (রবীন্দ্র ভবন)। যোগ্যরা ভর্তি হতে পারবে ১৮ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত।  ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ এপ্রিল ২০২৪।</p> <p> <strong>যোগাযোগ : </strong>ভর্তির আবেদনপত্র ও ভর্তিসংক্রান্ত দরকারি তথ্য পাওয়া যাবে আইন অনুষদ, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ঠিকানায়। মোবাইল : ০১৭১৮৬২৫৮২৭।</p> <p> </p> <p style="text-align: right;"><strong>গ্রন্থনা : </strong>আফনান আদিব</p>