<p>দশম অধ্যায়<br /> আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব</p> <p>বহু নির্বাচনী প্রশ্ন<br /> ১। আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রের নাম–<br /> ক) ক্রোনোমিটার  খ) মাইক্রোমিটার  গ) স্ফিগমোম্যানোমিটার  ঘ) হাইগ্রোমিটার<br /> ২। গড় মুক্তপথ গ্যাসের–<br /> i. ঘনত্বের সমানুপাতিক  ii. চাপের ব্যস্তানুপাতিক  iii. পরম তাপমাত্রার সমানুপাতিক<br /> নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii      খ) ii ও iii  <br /> গ) iii ও i      ঘ) i, ii ও iii<br /> ৩। কোনো গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের পরম তাপমাত্রার–<br /> ক) সমানুপাতিক      <br /> খ) ব্যস্তানুপাতিক  <br /> গ) বর্গমূলের সমানুপাতিক  <br /> ঘ) বর্গের ব্যস্তানুপাতিক<br /> ৪। একটি গ্যাস আদর্শ বা নিখুঁত গ্যাস হিসেবে আচরণ করে–<br /> ক) উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায়  <br /> খ) নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায়  <br /> গ) উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায়  <br /> ঘ) নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়<br /> ৫। নিচের কোন সূত্রানুসারে চলন্ত গাড়ির চাকার তাপমাত্রা বৃদ্ধি পায়–<br /> ক) বয়েলের সূত্র      খ) চাপের সূত্র  <br /> গ) চার্লসের সূত্র          ঘ) অ্যাভোগেড্রোর সূত্র<br /> ৬। লেখচিত্র গ্যাসের কোন সূত্র সমর্থন করে?<br /> ক) বয়েলের সূত্র      খ) চার্লসের সূত্র  <br /> গ) চাপের সূত্র          ঘ) সমোষ্ণ সূত্র<br /> ৭। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে–<br /> i. বায়ুতে জলীয় বাষ্প কম থাকে  ii. ভেজা কাপড়ে বাষ্পায়ন দ্রুত হয়  iii. হাইগ্রোমিটারের যন্ত্রে তাপমাত্রার ব্যবধান বেশি হয়<br /> নিচের কোনটি সঠিক?      <br /> ক) i ও ii      খ) ii ও iii  <br /> গ) iii ও i      ঘ) i, ii ও iii<br /> ৮। কোনো স্থানের বায়ুর তাপমাত্রা 300 C এবং শিশিরাঙ্ক 170 C। ওই স্থানের বায়ু জলীয় বাষ্প দ্বারা–<br /> ক) সম্পৃক্ত      <br /> খ) অসম্পৃক্ত  <br /> গ) সম্পৃক্ত-অসম্পৃক্ত দুই-ই  <br /> ঘ) কোনোটিই নয়<br /> ৯। PV = ধ্রুবক সমীকরণটি নিচের কোন প্রক্রিয়াকে সমর্থন করে?<br /> ক) সমোষ্ণ    খ) সম-আয়তন  <br /> গ) সমচাপ      ঘ) রুদ্ধতাপ<br /> ১০। গ্যাসের মৌলিক স্বীকার্য অনুসারে–<br /> i. একটি গ্যাসের সকল অণু সদৃশ  ii. গ্যাসের শক্তি বিভব শক্তি  iii. তাপমাত্রার সাথে অণুগুলোর বেগ বাড়ে নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii      খ) ii ও iii  <br /> গ) i ও iii      ঘ) i, ii ও iii<br /> ১১। দ্বি-পারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা কয়টি?<br /> ক) 2      খ) 3  <br /> গ) 4      ঘ) 5<br /> ১২। বয়েলের সূত্র নিচের কোন প্রক্রিয়া মেনে চলে?<br /> ক) সমচাপ      খ) সমোষ্ণ  <br /> গ) রুদ্ধতাপীয়     ঘ) সম-আয়তন<br /> ১৩। অসম্পৃক্ত বাষ্প মেনে চলে–<br /> ক) চাপের সূত্র      খ) চার্লসের সূত্র  <br /> গ) বয়েলের সূত্র    ঘ) বয়েল ও চার্লসের সূত্র<br /> ১৪। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে–<br /> i. বায়ুর ঘনত্ব কমে  <br /> ii. বায়ুর চাপ কমে  <br /> iii. জলীয় বাষ্প চাপ কমে<br /> নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii      খ) ii ও iii  <br /> গ) i ও iii      ঘ) i, ii ও iii<br /> ১৫। শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রে থার্মোমিটার দুটির তাপমাত্রার পার্থক্য হঠাৎ কমে গেলে কোনটি বোঝায়?<br /> ক) বাতাস শুষ্ক      খ) ঝড় হতে পারে  <br /> গ) বাতাস আর্দ্র      ঘ) বৃষ্টি হতে পারে<br /> ১৬। শিশিরাঙ্ক বলতে আমরা বুঝি–<br /> ক) তাপ      খ) তাপমাত্রা  <br /> গ) আর্দ্রতা      ঘ) আপেক্ষিক আর্দ্রতা<br /> ১৭। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য অনুসারে–<br /> i. তাপমাত্রা বৃদ্ধির সাথে অণুর বেগ বৃদ্ধি পায়  <br /> ii. অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় অণুগুলোর আয়তন উপেক্ষণীয় iii. দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলো সমবেগে সরলরেখায় চলে না<br /> নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii      খ) i ও iii  <br /> গ) ii ও iii      ঘ) i, ii ও iii<br /> ১৮। গ্যাসের গড় মুক্তপথ ব্যস্তানুপাতিক হবে–<br /> ক) গ্যাসের ঘনত্বের  <br /> খ) গ্যাস অণুর আণবিক ব্যাসের  <br /> গ) একক আয়তনে অণুর সংখ্যার বর্গের  <br /> ঘ) অণুর অতিক্রান্ত দূরত্বে<br /> ১৯। একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার নিচের কোন সূত্রানুসারে কাজ করে?<br /> ক) চার্লসের সূত্র      খ) প্যাসকেলের সূত্র  গ) বয়েলের সূত্র      ঘ) চাপীয় সূত্র<br /> ২০। যদি আর্দ্র ও শুষ্ক বাল্ব থার্মোমিটার একই তাপমাত্রা নির্দেশ করে, তবে আর্দ্রতা হবে–<br /> ক) খুব বেশি      <br /> খ) খুব কম  <br /> গ) কম      <br /> ঘ) কোনোটিই নয়<br /> ২১। গ্যাসীয় পদার্থকে তাপ প্রদান করলে–<br /> ক) প্রসারণ ঘটে কিন্তু চাপ স্থির থাকে  <br /> খ) শুধু আপাত প্রসারণ ঘটে  <br /> গ) বাইরে থেকে কোনো তাপ আসে না  <br /> ঘ) সিস্টেম থেকে তাপ বাইরে যায় না<br /> ২২। কোনো তরলের সম্পৃক্ত বাষ্পীয় চাপ–<br /> ক) তাপের পরিবর্তনের ফলে অপরিবর্তিত থাকে  খ) তাপমাত্রা বৃদ্ধির ফলে মান বৃদ্ধি বা হ্রাস পেতে পারে  <br /> গ) তাপমাত্রা বৃদ্ধির ফলে মান হ্রাস পায়  <br /> ঘ) তাপমাত্রা বৃদ্ধির ফলে মান বৃদ্ধি পায়<br /> ২৩। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে তাকে বলে–<br /> ক) সম্পৃক্ত বাষ্পচাপ    খ) অসম্পৃক্ত বাষ্প  <br /> গ) অসম্পৃক্ত বাষ্পচাপ  ঘ) সম্পৃক্ত বাষ্প</p> <p>উত্তর : ১. ঘ ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. গ ২৩. খ।</p>