ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

এসএসসি প্রস্তুতি ২০২৪ পৌরনীতি ও নাগরিকতা

  • শিকদার মো. শহিদুল ইসলাম,
  • প্রভাষক,
  • ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ,
  • নেছারাবাদ (স্বরূপকাঠি), পিরোজপুর
শেয়ার
এসএসসি প্রস্তুতি ২০২৪ পৌরনীতি ও নাগরিকতা
ছবি : সংগৃহীত

প্রথম অধ্যায়
পৌরনীতি ও নাগরিকতা

  


   

জ্ঞানমূলক প্রশ্ন
১। ‘Civics’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : ‘Civics’ শব্দটির উৎপত্তি হয়েছে দুটি ল্যাটিন শব্দ ‘Civis’ ও ‘Civitas’ থেকে।
২। ‘সিভিটাস’ শব্দের অর্থ কী?
উত্তর : সিভিটাস শব্দের অর্থ নগররাষ্ট্র।


৩। যৌথ পরিবার কাকে বলে?
উত্তর : যে পরিবারে মা-বাবা, দাদা-দাদি, চাচা-চাচি ও তাদের সন্তানাদি–সবাই একত্রে একই পরিবারে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে।
৪। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র উৎপত্তির কোন মতবাদকে অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলেছেন?
উত্তর : আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা ঐশী মতবাদকে অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলেছেন।

৫। ম্যাকাইভারের মতে পরিবার কাকে বলে?
উত্তর : ম্যাকাইভারের মতে, সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে।
৬। পৌরনীতি কাকে বলে?
উত্তর : নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলি নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞানদান করে তাকে পৌরনীতি বলে।

৭। সমাজের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
উত্তর : সমাজের প্রধান দুটি বৈশিষ্ট্য। যথা– i. বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং
ii. ওই সংঘবদ্ধতার পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য।
৮। সমাজ কাকে বলে?
উত্তর : যখন কোনো সংঘবদ্ধ জনগোষ্ঠী সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্র হয়ে বসবাস করে তখন তাকে সমাজ বলে।

৯। নগররাষ্ট্র কী?
উত্তর : প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে যে শাসনব্যবস্থা গড়ে উঠেছিল তাকে নগররাষ্ট্র বলে।
১০। নাগরিকতা কাকে বলে?
উত্তর : রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে।
১১। পরিবার কী?
উত্তর : বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা, তাদের সন্তানাদি, পিতা-মাতা এবং অন্যান্য পরিজন নিয়ে গঠিত সংগঠনই হলো পরিবার।
১২। সার্বভৌমত্ব কাকে বলে?
উত্তর : রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে।
১৩। সমাজ কাকে বলে?
উত্তর : যখন কোনো সংঘবদ্ধ জনগোষ্ঠী সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্র হয়ে বসবাস করে তখন তাকে সমাজ বলে।
১৪। নাগরিক কাকে বলে?
উত্তর : যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, ওই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তাকে নাগরিক বলে।
১৫। অধিকার কী?
উত্তর : অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
১৬। মাতৃতান্ত্রিক পরিবার বলতে কী বোঝো?
উত্তর : যে পরিবারে মা-ই সর্বময় ক্ষমতার অধিকারী এবং সন্তানরা মায়ের বংশপরিচয়ে পরিচিতি লাভ করে তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে।
১৭। নির্দিষ্ট ভূখণ্ড কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের জলভাগ, স্থলভাগ ও আকাশসীমাকে বোঝায়।
১৮। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তর : রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হলো ঐতিহাসিক মতবাদ।
১৯। পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার কয় প্রকার?
উত্তর : পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার দুই প্রকার। যথা−
i. একক পরিবার ও ii. যৌথ পরিবার।
২০। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কত প্রকার?
উত্তর : বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার তিন প্রকার।
২১। একপত্নীক পরিবার কাকে বলে?
উত্তর : যে পরিবারে একজন পুরুষের মাত্র একজন স্ত্রী থাকে তাকে একপত্নীক পরিবার বলে।
২২। রাষ্ট্রবিজ্ঞানী ই এম হোয়াইট প্রদত্ত পৌরনীতির সংজ্ঞা দাও।
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানী ই এম হোয়াইট প্রদত্ত পৌরনীতির সংজ্ঞাটি হচ্ছে−পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা, যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।
২৩। একক পরিবার বলতে কী বোঝো?
উত্তর : স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে।
২৪। সামাজিক চুক্তি মতবাদের মূলকথা কী?
উত্তর : সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো−সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে।
২৫। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কী?
উত্তর : রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা হলো সার্বভৌমত্ব।
২৬। বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবার কত প্রকার?
উত্তর : বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবার দুই প্রকার। যথা–
পিতৃতান্ত্রিক পরিবার ও মাতৃতান্ত্রিক পরিবার।
২৭। রাষ্ট্র গঠনের উপাদান কয়টি ও কী কী?
উত্তর : রাষ্ট্র গঠনের উপাদান ৪টি। সেগুলো হলো–জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।
২৮। আমাদের এই পৃথিবীতে ছোট-বড় মিলিয়ে প্রায় কয়টি রাষ্ট্র আছে?
উত্তর : আমাদের এই পৃথিবীতে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টি রাষ্ট্র আছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত

    সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ
শেয়ার
পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত

পঞ্চম অধ্যায়

গুণিতক এবং গুণনীয়ক

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

১৭।       ৮ এর গুণনীয়ক নিচের কোনগুলো?

ক. ২, ৪, ৬, ৮   
খ. ১, ২, ৪, ৮

গ. ৪, ৮, ১২, ১৬      
ঘ. ৮, ১৬, ২৪, ৩২

উত্তর : খ. ১, ২, ৪, ৮

১৮।       ৭ এবং ১৭ এর গসাগু কত?

ক. ১         খ. ২

গ. ৩            ঘ. ৪

উত্তর : ক. ১

১৯।       যেকোনো সংখ্যার গুণিতক থাকে

ক. ২টি           
খ. ৩টি                
গ. ৪টি         
ঘ. অসংখ্য

উত্তর : ঘ. অসংখ্য

২০।

       দুটি মৌলিক সংখ্যার গসাগু কত?

ক. ১            খ. ২                 
গ. ৩           ঘ. ৪

উত্তর : ক. ১

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১।        লসাগু কাকে বলে?

উত্তর : সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে।

২।        গসাগু কাকে বলে?

উত্তর : সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গসাগু বলে।

৩।        গুণনীয়ক কাকে বলে?

উত্তর : যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাকে গুণনীয়ক বলে।

৪।        লসাগু-এর পূর্ণ রূপ কী?

উত্তর : লসাগু-এর পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

 

মন্তব্য

দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

    এস এম জিহাদ, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ মিরপুর সরকারি মহিলা কলেজ, ঢাকা
শেয়ার
দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

অষ্টম অধ্যায়

মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি

 

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৩৮। কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে এককপ্রতি মূল্য বের করা হয়?

ক. সরল গড় পদ্ধতি    খ. ভারযুক্ত গড় পদ্ধতি

গ. FIFO পদ্ধতি  ঘ. LIFO পদ্ধতি

৩৯।       বিন কার্ড সংরক্ষণ করেন কে?

ক. গুদামরক্ষক খ. ক্যাশিয়ার

গ. ফোরম্যান ঘ. হিসাবরক্ষক

৪০।       চলতি বছরের সমাপনী মজুদকে পরবর্তী বছরের কী হিসেবে গণ্য করা হয়?

ক. ক্রয়কৃত পণ্য  খ. সমাপনী মজুদ পণ্য

গ. অবিক্রীত পণ্য ঘ. প্রারম্ভিক মজুদ পণ্য

৪১।

      চলতি বছরে কোন পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?

ক. বিক্রীত পণ্যের ব্যয়

খ. অবিক্রীত পণ্যের ব্যয়

গ. ক্রয়কৃত পণ্যের ব্যয়

ঘ. নিট অর্জন ব্যয়

৪২।       বিন কার্ডের বৈশিষ্ট্য হলো

i. কাঁচামালের ক্রয় ও ইস্যু লিপিবন্ধকরণ

ii. মজুদ মালের হিসাবরক্ষণ

iii. বিক্রয়মূল্য লিপিবদ্ধকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ii    খ. iiii

গ. iiiii  ঘ. i, ii iii

৪৩।       ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে ৫০০ একক মাল ১০ টাকা দরে এবং ৫ই জানুয়ারি ৮০০ একক মাল ১১ টাকা দরে ক্রয় করা হয়। ৬ই জানুয়ারি তারিখে ৭০০ একক মাল ইস্যু করা হলে এবং আগের দর আগে ছাড় পদ্ধতিতে অনুসরণ করা হলে ইস্যুকৃত মালের মূল্য কত হবে?

ক. ৫,০০০ টাকা খ. ৭,২০০ টাকা

গ. ৫০,০০০ টাকা ঘ. ৫৪,৫০০ টাকা

৪৪।

      মজুদ মূল্যায়ন পদ্ধতি

i. আগের দরে আগে ছাড় পদ্ধতি

ii. শেষের দরে শেষে ছাড় পদ্ধতি

iii. শেষের দর আগে ছাড় পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ii    খ. iiii

গ. iiiii  ঘ. i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ থেকে ৪৬ নম্বর  প্রশ্নের উত্তর দাও :

একটি কারখানায় ২০২৫ সালের জানুয়ারি মাসে ৬ তারিখে ১,০০০ একক, ১০ তারিখে ১,২০০ একক এবং ২০ তারিখে ২,০০০ একক মাল ১০০ টাকা, ১০৫ টাকা এবং ১১০ টাকা দরে ক্রয় করা হয়। উক্ত মাসের ৮ তারিখে ১,৩০০ একক মাল এবং ২৫ তারিখে ৮০০ একক মূল ইস্যু করা হয়। প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল ৬০০ একক মাল, যার মোট মূল্য ছিল ৫৭,০০০ টাকা।

৪৫।

উক্ত মাসের মোট ক্রয়ের পরিমাণ কত?

ক. ৫,৫৬,০০০ টাকা

খ. ৪,৪৬,০০০ টাকা

গ. ৫০,০০০ টাকা

ঘ. ৫৪,৫০০ টাকা

৪৬।       আগের দর আগে ছাড় পদ্ধতিতে মোট ইস্যুকৃত পণ্যের মূল্য কত?

ক. ৫,৪৬,০০০ টাকা

খ. ২,০৯,৫০০ টাকা

গ. ৫,৫০,০০০ টাকা

ঘ. ৫,৯৪,৫০০ টাকা

৪৭। শেষের দর আগে ছাড় পদ্ধতিতে ৮ তারিখের ইস্যুর মূল্য কত?

ক. ১,২৪,০০০ টাকা

খ. ১,২৮,৫০০ টাকা

গ. ৫০,০০০ টাকা

ঘ. ৫৪,৫০০ টাকা

৪৮। বিন কার্ডে সংরক্ষণ করা হয় পণ্যের

ক. মূল্য     খ. পরিমাণ

গ. মূল্য ও পরিমাণ    ঘ. গুণাগুণ

৪৯।       গাড়ির ফুয়েলিং স্টেশনে কোন পদ্ধতিতে হিসাব রাখা হয়?

ক. আগে আসে আগে যায়

খ. পরে আসে আগে যায়

গ. সাধারণ গড়  ঘ. ভারযুক্ত গড়

৫০।

       অস্থিতিশীল ও বাজারমূল্য ঊর্ধ্বগামী হলে নির্গত মালের মূল্যায়নে কোন পদ্ধতি সুবিধাজনক?

ক. FIFO পদ্ধতি  খ. LIFO পদ্ধতি

গ. সাধারণ গড় পদ্ধতি

ঘ. ভারযুক্ত গড় পদ্ধতি

 

উত্তর : ৩৮. খ ৩৯. ক ৪০. ঘ ৪১. ক
৪২. ক ৪৩. খ ৪৪. খ ৪৫. খ ৪৬. খ
৪৭. খ ৪৮. খ ৪৯. খ ৫০. খ।

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : অর্থনীতি

    জাহাঙ্গীর আলম , সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ
শেয়ার
নবম ও দশম শ্রেণি : অর্থনীতি
কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বাঁধ। ছবি : সংগৃহীত

দ্বিতীয় অধ্যায়

অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাগুলো

বহু নির্বাচনী প্রশ্ন

১।        S=Y-C; এটি কিসের সূত্র?

ক. বিনিয়োগ  খ. মূলধন

গ. সঞ্চয়    ঘ. সুদ

২।        কোনটি অবস্তুগত সম্পদ?

ক. ডাক্তারের সেবা খ. টিভি

গ. বাড়ি    ঘ. আসবাবপত্র

৩।        নিচের কোনটি মধ্যবর্তী দ্রব্য?

ক. সরাসরি ভোগে ব্যবহৃত হয়                                খ. প্রকৃতিতে অবাধলভ্য

গ. চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়                         ঘ. একাধিকবার ব্যবহার করা যায়

৪।

       জারিন বিনতে জাহাঙ্গীর ব্যবসা করার জন্য দোকানঘর ভাড়া নিল। এখানে দোকানঘর কোন ধরনের সম্পদ?

ক. প্রাকৃতিক সম্পদ    খ. জাতীয় সম্পদ

গ. উৎপন্ন সম্পদ ঘ. ব্যক্তিগত সম্পদ

৫।        বাংলাদেশে পানির উৎস প্রধানত কতটি?

ক. ৩টি     খ. ৫টি

গ. ৪টি     ঘ. ২টি

৬।        সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে কী বলে?

ক. মূলধন   খ. সঞ্চয়

গ. বিনিয়োগ  ঘ. আয়

৭।

       উৎপত্তির ভিত্তিতে সম্পদকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ২      খ. ৩

গ. ৪      ঘ. ৫

৮।        সাংগঠনিক ক্ষমতা কোন ধরনের  সম্পদ?

ক. প্রাকৃতিক সম্পদ    খ. মানবিক সম্পদ

গ. উৎপন্ন সম্পদ ঘ. ব্যক্তিগত সম্পদ

৯।        বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?

ক. কয়লা    খ. খনিজ তেল

গ.প্রাকৃতিক গ্যাস  ঘ. চুনাপাথর

১০।       রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক. সিমেন্ট   খ. চীনামাটি

গ. প্রাকৃতিক গ্যাস ঘ. চুনাপাথর

১১।

       সেন্ট মার্টিন দ্বীপে কোন খনিজদ্রব্য মজুদ রয়েছে?

ক. চুনাপাথর  খ. চীনামাটি

গ. গন্ধক    ঘ. সিলিকা বালু

১২।       কোন জেলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি পাওয়া যায়?

ক. গাইবান্ধা  খ. সিলেট

গ. খুলনা    ঘ. জয়পুরহাট

১৩।       সম্প্রতি কোথায় খনিজ তেল পাওয়া গেছে?

ক. সিলেটের হরিপুরে                         
খ. শাহজিবাজারে

গ. তামাবিল  ঘ. কুতুবদিয়া দ্বীপে

১৪।       নিচের কোন উৎস থেকে বাংলাদেশে এখনো শক্তির উৎপাদন শুরু করা সম্ভব হয়নি?

ক. কয়লা    খ. খনিজ তেল

গ. পানি    ঘ. আণবিক শক্তি

১৫।       বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. ভেড়ামারা খ. ঘোড়াশাল

গ. আশুগঞ্জ  ঘ. কাপ্তাই

১৬।

      যে জিনিস বা দ্রব্য পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয় তাকে কী বলে?

ক. সম্পদ    খ. দ্রব্য

গ. শক্তি    ঘ. মূল্য

১৭।       মোট শ্রমশক্তির কত ভাগ কৃষিতে নিয়োজিত?

ক. ১৩.৩৫  খ. ১৩

গ. ৪০.৬২  ঘ. ৬৩.৩৫

১৮।       বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

ক. কয়লা    খ. সিলিকা বালু

গ. তামা    ঘ. চুনাপাথর

১৯।       মানবদেহের পুষ্টির চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

ক. প্রাণিজ সম্পদ খ.পানি সম্পদ

গ. শক্তি সম্পদ  ঘ. বনজ সম্পদ

২০।       বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে শক্তি সম্পদ উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার শুরু হয়েছে

i. বায়ুপ্রবাহ  ii. সৌর তাপ

iii. জৈব গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক. iii       খ. iiii                     
গ.
iiiii  ঘ. i, iiiii

২১।       শিল্প খাতে নিযুক্ত শ্রমশক্তির বড় অংশ কোন শিল্পে নিয়োজিত?

ক. বস্ত্র     খ. সিমেন্ট

গ. পোশাক  ঘ. সার

২২।       অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি?

ক. ২টি     খ. ৩টি

গ. ৪টি     ঘ. ৫টি

২৩।       বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের শতকরা কত ভাগ?

ক. ২৫     খ. ২২.৭

গ. ১৭.৬২  ঘ. ১৫.৬২

 

উত্তর : ১. গ ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. গ
৭. খ ৮. খ ৯. গ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক
১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. গ ১৯. ক
২০. ঘ ২১. গ ২২. গ ২৩. গ।

 

 

মন্তব্য

স্পোকেন ইংলিশ

শেয়ার
স্পোকেন ইংলিশ

Use of ‘supposed to + V1’ (for expectation/obligation/arrangement)

 

কোনো প্রত্যাশা, নিয়ম, চুক্তি বা পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একটি কাজ করা উচিত বা করার কথা বোঝাতে আমরা সাধারণত আলোচ্য কাঠামোটি ব্যবহার করি।

 

Example

1.     You are supposed to submit the report by noon.
দুপুরের মধ্যে তোমার প্রতিবেদন জমা দেওয়ার কথা।

2.     He is supposed to pick up the keys. চাবিগুলো তুলে নেওয়ার কথা তার।

3.             We are supposed to meet at 7 PM. সন্ধ্যা ৭টায় আমাদের সাক্ষাত্ করার কথা

 

Structure
Subject + to be verb + supposed + to + V1 + object/extension.

 

Translate the following sentences into Bangla.

1. I am supposed to work today, but I feel sick.

2. She is supposed to be here by now.

3. They are supposed to follow the instructions carefully.

4. What are we supposed to do next?

5. He is not supposed to disclose confidential information.

6. You are supposed to pay your rent on the first of the month.

7. We are supposed to have a meeting this afternoon.

8. Are you supposed to bring anything to the party?

9. The Train is supposed to arrive in five minutes.

10.                  He is supposed to be an expert in this field.

 

Answer

১.        আজ আমার কাজ করার কথা, কিন্তু আমার অসুস্থ লাগছে।

২.        এতক্ষণে তার এখানে থাকার কথা।

৩.        তাদের নির্দেশাবলি সাবধানে অনুসরণ করার কথা।

৪.        আমাদের এরপর কী করার কথা?

৫.        গোপন তথ্য প্রকাশ করার কথা নয় তার।

৬.        মাসের প্রথম তারিখে তোমার ভাড়া পরিশোধ করার কথা।

৭.        আজ বিকেলে আমাদের একটি মিটিং হওয়ার কথা।

৮.        পার্টিতে তোমার কিছু আনার কথা আছে কি?

৯.        ট্রেনটি পাঁচ মিনিটের মধ্যে আসার কথা।

১০.       এই ক্ষেত্রে তাকে একজন বিশেষজ্ঞ মনে করা হয়।

 

Translate the following sentences into English.

১.        তোমাকে সাহায্য করার কথা আমার।

২.        তার প্রতিদিন অনুশীলন করার কথা।

৩.        তাদের এই কাজ শেষ করার কথা।

৪.        আমাকে ফোন করার কথা ছিল তোমার।

৫.        আমাদের কোনো গোপন কথা বলার কথা নয়।

৬.        তার একটি নতুন গাড়ি কেনার কথা।

৭.        আমার আজ তাড়াতাড়ি ঘুমানোর কথা।

৮.        এই ওষুধ তোমাকে ভালো অনুভব করানোর কথা।

৯.        তাদের নিয়ম ভঙ্গ করার কথা নয়।

১০.       আমাদের সেখানে ১০টায় পৌঁছানোর কথা।


Answer

1. I am supposed to help you.

2. He is supposed to practice daily.

3. They are supposed to finish this work.

4. You were supposed to call me.

5. We are not supposed to tell a secret.

6. He is supposed to buy a new car.

7. I am supposed to sleep early tonight.

8. This medicine is supposed to make you feel better.

9. They are not supposed to break the rules.

10.                  We are supposed to arrive there at ten o'clock.

 

সুমন ভূইয়া

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ