কবিতা
আঠারো বছর বয়স
সুকান্ত ভট্টাচার্য
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোন কালে কানে মন্ত্রণা আসে?
ক) তরুণ খ) যৌবন গ) শৈশব ঘ) বৃদ্ধ
২। ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’—কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?
ক) ইতিবাচক খ) দুঃসাহস গ) বয়স ঘ) তারুণ্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
ব্রিটিশ শাসকদের অত্যাচারের অতিষ্ঠ ভারতবাসী।
ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন কিন্তু আত্মসমর্পণ করেননি।
৩। উদ্দীপকের প্রীতিলতার মাঝে ফুটে ওঠা দিকটি ‘আঠারো বছর বয়স’ কবিতার যে দিকটিকে ইঙ্গিত করে তা হলো—
i. তারুণ্য ii. আত্মত্যাগ iii. সর্বনাশের অভিঘাত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। ইঙ্গিতপূর্ণ দিকটি নিচের কোন চরণযুগলে ফুটে উঠেছে?
ক) এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে
খ) আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
গ) প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্মাকে শপথের কোলাহলে
ঘ) এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী
৫। সুকান্ত ভট্টাচার্য কোন যুগের বিদ্রোহী তরুণ কবি?
ক) রবীন্দ্র-নজরুলোত্তর যুগের
খ) রবীন্দ্র-জসীমোত্তর যুগের
গ) রবীন্দ্র-বিষ্ণুত্তোর যুগের
ঘ) রবীন্দ্র-সুধীন্দ্রনাথের যুগের
৬।
কবি সুকান্ত ভট্টচার্যের সঙ্গে নিচের কোন কবির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) জসীমউদ্দীন
গ) কাজী নজরুল ইসলাম ঘ) আহসান হাবীব
৭। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে কী একাত্মতা ঘোষণা করেছেন?
ক) সশস্ত্র সংগ্রামের পক্ষে খ) বিদ্রোহের পক্ষে
গ) বিপ্লব ও মুক্তির পক্ষে ঘ) উগ্র জঙ্গিবাদের পক্ষে
৮। সুকান্ত ভট্টাচার্য কী দেখে অত্যন্ত আলোড়িত হয়েছিলেন?
ক) বাংলার প্রকৃতি খ) বাঙালিদের বিদ্রোহ
গ) বাংলার ঐতিহ্য ঘ) মহাযুদ্ধের ধ্বংস ও তাণ্ডবলীলা
৯। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যের নাম কী?
ক) পূর্বাভাস খ) ঘুম নেই গ) ছাড়পত্র ঘ) অভিযান
১০। ‘হরতাল’ সুকান্ত ভট্টাচার্যের কী জাতীয় রচনা?
ক) নাটক খ) কাব্য গ) উপন্যাস ঘ) গল্প
১১।
সুকান্ত ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৯২৫ খ্রিস্টাব্দে খ) ১৯২৬ খ্রিস্টাব্দে
গ) ১৯২৭ খ্রিস্টাব্দে ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে
১২। সুকান্ত ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
১৩। আঠারো বছর বয়স দুঃসহ কেন?
ক) দুঃসাহসেরা উঁকি দেয় বলে
খ) এ বয়সে ছেলেরা বোকা থাকে বলে
গ) পড়াশোনার মধ্যে অতিবাহিত করতে হয় বলে
ঘ) অসহায় বলে
১৪। আঠারো বছর বয়সের তরুণেরা ‘শপথের কোলাহলে’ কী সঁপে দেয়?
ক) আত্মা খ) প্রাণ গ) মাথা ঘ) স্পর্ধা
১৫। আঠারো বছর বয়স ভয়ংকর কেন?
ক) বিপদগামী বলে খ) কানে মন্ত্রণা আসে বলে
গ) দুঃসহ বলে ঘ) যন্ত্রণা সহ্য করতে হয় বলে
উত্তর : ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. গ ৭. গ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. খ।