ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

এইচএসসি প্রস্তুতি ২০২৪ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
শেয়ার
এইচএসসি প্রস্তুতি ২০২৪ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র

অষ্টম অধ্যায়
মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত

জ্ঞানমূলক প্রশ্ন
[পূর্ব প্রকাশের পর]
⊲ ১৮। মূলধনজাতীয় ব্যয় কী?
উত্তর : একটি ফার্ম যখন কোনো প্রকল্পে টাকা ব্যয় করে এবং তা থেকে এক বছরের বেশি সময় ধরে সুবিধা পায়, তখন ওই জাতীয় ব্যয়কে মূলধনজাতীয় ব্যয় বলে।

⊲ ১৯। বিনিয়োগ সিদ্ধান্ত কী?
উত্তর : কোন আর্থিক সম্পদে বা প্রকল্পে বা ব্যবসায়ে অর্থ নিয়োগে সম্ভাব্যতা যাচাই করার কাজটি হলো বিনিয়োগ সিদ্ধান্ত।

⊲ ২০। মূলধন বাজেটিং বলতে কী বোঝো?    
উত্তর : অর্থায়নের অন্যতম প্রধান সিদ্ধান্ত হলো বিনিয়োগ সিদ্ধান্ত, এর সফলতার ওপর ব্যবসাপ্রতিষ্ঠানের  অস্তিত্ব ও প্রবৃদ্ধি নির্ভর করে। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প যাচাই-বাছাই করা এবং পদ্ধতিগতভাবে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়াই মূলধন বাজেটিং।

⊲ ২১।

প্রকল্প কী?
উত্তর : কোন সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য গঠিত কর্ম উদ্যোগকেই প্রকল্প বলা হয়। সাধারণত প্রকল্পের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। ব্যবসায় জগতে ‘প্রকল্প’ বলতে অর্থনৈতিক প্রকল্পকে নির্দেশ করা হয়ে থাকে। প্রকল্প হলো একটি পরিকল্পিত কার্যক্রম, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য পূরণের চেষ্টা করা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

এইচএসসি ২০২৫-এর প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম, সিনিয়র সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
শেয়ার
এইচএসসি ২০২৫-এর প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

কবিতা

আঠারো বছর বয়স

সুকান্ত ভট্টাচার্য

বহু নির্বাচনী প্রশ্ন

১।  কোন কালে কানে মন্ত্রণা আসে?

    ক) তরুণ  খ) যৌবন    গ) শৈশব    ঘ) বৃদ্ধ

২।  এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’—কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

    ক) ইতিবাচক   খ) দুঃসাহস   গ) বয়স    ঘ) তারুণ্য

    নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

    ব্রিটিশ শাসকদের অত্যাচারের অতিষ্ঠ ভারতবাসী।

ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন কিন্তু আত্মসমর্পণ করেননি।

৩।  উদ্দীপকের প্রীতিলতার মাঝে ফুটে ওঠা দিকটি আঠারো বছর বয়স কবিতার যে দিকটিকে ইঙ্গিত করে তা হলো

          i. তারুণ্য       ii. আত্মত্যাগ iii. সর্বনাশের অভিঘাত

    নিচের কোনটি সঠিক?

    ক) i ii       খ) iiii গ) ii iii       ঘ) i, ii iii

৪।  ইঙ্গিতপূর্ণ দিকটি নিচের কোন চরণযুগলে ফুটে উঠেছে?

    ক) এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে

    খ) আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা

    গ) প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্মাকে শপথের কোলাহলে

    ঘ) এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী

৫।  সুকান্ত ভট্টাচার্য কোন যুগের বিদ্রোহী তরুণ কবি?

    ক) রবীন্দ্র-নজরুলোত্তর যুগের   

    খ) রবীন্দ্র-জসীমোত্তর যুগের

    গ) রবীন্দ্র-বিষ্ণুত্তোর যুগের

    ঘ) রবীন্দ্র-সুধীন্দ্রনাথের যুগের

৬।

  কবি সুকান্ত ভট্টচার্যের সঙ্গে নিচের কোন কবির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়?

    ক) রবীন্দ্রনাথ ঠাকুর    খ) জসীমউদ্দীন

    গ) কাজী নজরুল ইসলাম    ঘ) আহসান হাবীব

৭।  সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে কী একাত্মতা ঘোষণা করেছেন?

    ক) সশস্ত্র সংগ্রামের পক্ষে খ) বিদ্রোহের পক্ষে

    গ) বিপ্লব ও মুক্তির পক্ষে     ঘ) উগ্র জঙ্গিবাদের পক্ষে

৮।  সুকান্ত ভট্টাচার্য কী দেখে অত্যন্ত আলোড়িত হয়েছিলেন?

    ক) বাংলার প্রকৃতি     খ) বাঙালিদের বিদ্রোহ

    গ) বাংলার ঐতিহ্য      ঘ) মহাযুদ্ধের ধ্বংস ও তাণ্ডবলীলা

৯।  সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যের নাম কী?

    ক) পূর্বাভাস     খ) ঘুম নেই   গ) ছাড়পত্র  ঘ) অভিযান

১০। হরতাল সুকান্ত ভট্টাচার্যের কী জাতীয় রচনা?

    ক) নাটক  খ) কাব্য  গ) উপন্যাস      ঘ) গল্প

১১।

সুকান্ত ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

    ক) ১৯২৫ খ্রিস্টাব্দে    খ) ১৯২৬ খ্রিস্টাব্দে

    গ) ১৯২৭ খ্রিস্টাব্দে    ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে

১২। সুকান্ত ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

    ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে    খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

    গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে    ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

১৩। আঠারো বছর বয়স দুঃসহ কেন?

    ক) দুঃসাহসেরা উঁকি দেয় বলে

    খ) এ বয়সে ছেলেরা বোকা থাকে বলে

    গ) পড়াশোনার মধ্যে অতিবাহিত করতে হয় বলে

    ঘ) অসহায় বলে

১৪। আঠারো বছর বয়সের তরুণেরা শপথের কোলাহলে কী সঁপে দেয়?

    ক) আত্মা  খ) প্রাণ    গ) মাথা     ঘ) স্পর্ধা

১৫। আঠারো বছর বয়স ভয়ংকর কেন?

    ক) বিপদগামী বলে খ) কানে মন্ত্রণা আসে বলে

    গ) দুঃসহ বলে   ঘ) যন্ত্রণা সহ্য করতে হয় বলে

 

    উত্তর : ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. গ    ৭. গ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক  ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. খ।

প্রাসঙ্গিক
মন্তব্য

একাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
শেয়ার
একাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

চতুর্থ অধ্যায়

সাধারণ রেওয়ামিল

বহু নির্বাচনী প্রশ্ন

১।  হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে কোনটি প্রস্তুত করা হয়?

    ক) জাবেদা খ) খতিয়ান

    গ) রেওয়ামিল    ঘ) চূড়ান্ত হিসাব

২।  ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত কোন হিসাব ধরে রেওয়ামিলে দেখাতে হয়?

    ক) দেনাদার হিসাব খ) পাওনাদার হিসাব

    গ) বিক্রয় হিসাব    ঘ) ক্রয় ফেরত হিসাব

৩।  সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কেন?

    ক) প্রারম্ভিক হাতে নগদকে প্রকাশ করে বলে

    খ) এগুলো নিশ্চিত দায় বা সম্পদ নয় বলে

    গ) রেওয়ামিলের যোগফল মিলবে না বলে

    ঘ) প্রতিষ্ঠানের অনিশ্চিত হিসাবের নির্দেশক বলে

৪।

  রেওয়ামিল প্রস্তুতকরণের ক্ষেত্রে কোন দফাটি ভিন্ন কলামে লিপিবদ্ধ হয়?

    ক) বিমা সেলামিখ) শিক্ষানবিশ ভাতা

    গ) শিক্ষানবিশ সেলামি  ঘ) কমিশন

৫।  জনাব সুমন খান জুলাই ৩১, ২০১৪ তারিখে ১২% সুদে ১,০০,০০০ টাকা সোনালী ব্যাংকের স্থায়ী হিসাবে বিনিয়োগ করেন। ২০১৪, ৩১শে ডিসেম্বর তারিখে রেওয়ামিল তৈরির সময় দেখলেন যে, বিনিয়োগের অনাদায়ী সুদ হিসাবভুক্ত হয়নি। বিনিয়োগের অনাদায়ী সুদ রেওয়ামিলে বসবে

    ক) ডেবিট পাশে ৫,০০০ টাকা খ) ক্রেডিট পাশে ৫,০০০ টাকা

    গ) ডেবিট পাশে ৬,০০০ টাকা ঘ) ক্রেডিট পাশে ৬,০০০ টাকা

 

    উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. গ ৫. খ।

মন্তব্য

ষষ্ঠ শ্রেণি : গণিত

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
ষষ্ঠ শ্রেণি : গণিত

প্রথম অধ্যায়

ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত

জ্ঞানমূলক প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২৭। ঐকিক নিয়মে কাজের সময় বৃদ্ধি করলে লোকের সংখ্যা কী করতে হবে?

    উত্তর : কমাতে হবে।

২৮। দুই ডজন ডিম = কতটি ডিম?

    উত্তর : ২৪টি।

২৯। ১২টি কলায় কত হালি কলা হয়?

    উত্তর : ৩ হালি।

৩০। ১ ডজন কমলার দাম ১২০ টাকা হলে এক হালি কমলার দাম কত?

    উত্তর : ৪০ টাকা।

৩১। ২ হালি ডিমের দাম ১০০ টাকা হলে ২টি ডিমের দাম কত?

    উত্তর : ২৫ টাকা।

৩২। ২৬টি আপেলকে ডজনে প্রকাশ করলে কী হবে?

    উত্তর : ২ ডজন ২টি।

৩৩। ৩ জোড়া পায়রা বলতে কতটি পায়রা বোঝায়?

    উত্তর : ৬টি।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিউটরিয়াল

স্পোকেন ইংলিশ

মো. মশিউর রহমান খান, প্রভাষক (ইংরেজি), জয়পুরহাট বিএড কলেজ, জয়পুরহাট সদর, জয়পুরহাট
শেয়ার

সর্বশেষ সংবাদ