<p>মুখোশ (Mask) অর্থ হচ্ছে মুখাবরণ, নকল মুখ, কৃত্রিম মুখ বা কপটতা। এটি বাংলার লোক কারুশিল্পের ঐতিহ্যের এক অনন্য শৈল্পিক অংশ। সত্যিকারের চেহারা অদৃশ্য করে ভিন্নরূপে আবির্ভূত হওয়ার জন্য যেসব উপাদান ব্যবহার করে একটি নির্দিষ্ট রূপ ফোটানো হয়, তা-ই মুখোশ।<br /> মানুষের আদিযুগের বর্বর দশা থেকেই মুখোশের উৎপত্তি। প্রায় চার হাজার বছর আগেও মুখোশের প্রচলন ছিল বলে কেউ কেউ দাবি করেন। তাঁদের মতে, আফ্রিকা, উত্তর আমেরিকা, মেক্সিকো–এসব এলাকার আদি জনগোষ্ঠীর মধ্যে জাদু ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে মুখোশের ব্যবহার ছিল।<br /> মুখোশ কাঠ, কাগজ, মাটি, বেত, শোলা ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করা হয়ে থাকে। মুখোশ তৈরিতে লাল, নীল, হলুদ ও কালো রং প্রধান। বাংলাদেশের গ্রামাঞ্চলে মালাকার, পাল এবং অন্য ঐতিহ্যবাহী শিল্পীরা মুখোশ তৈরি করে থাকেন। মুখোশের আকার-আকৃতির বৈচিত্র্যের আছে রকমফের। বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিভিন্নতার কারণেই এই বৈচিত্র্য। ভারত উপমহাদেশের পুরাণের সঙ্গে যুক্ত হয়ে মহাদেব, কালী, রাধা-কৃষ্ণ, শিব-পার্বতী মুখোশ; উৎসব অনুষ্ঠানের যাত্রা, পালাগান, সঙ ইত্যাদির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন মুখোশ; মানুষের পশুসুলভ আচরণগত বাঘ, সিংহ, কুমির, বানর, প্রজাপতি, পাখি, সাপ, কল্পিত রাক্ষস-খোক্কস এবং দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত মানব-মানবী, প্রেমিক-প্রেমিকা, বুড়ো-বুড়ি ইত্যাদি মুখোশ রয়েছে।<br /> মুখোশ তৈরি করতে ডাইস বা ছাপ ব্যবহৃত হয়। বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য মুখোশ হলো মুণ্ড মূর্তির মুখোশ, ওলাই চণ্ডীর মুখোশ, বড়াম চণ্ডীর মুখোশ, বড়খাঁ গাজীর মুখোশ, ধর্ম ঠাকুরের মুখোশ, সত্যনারায়ণ সত্যপীরের মুখোশ, পীর গোরাচাঁদের মুখোশ, ওলা বিবির মুখোশ, ভৈরবের মুখোশ, ঘাটু দেবতার মুখোশ, মানিক পীরের মুখোশ ইত্যাদি।<br /> বাংলাদেশের সব অঞ্চলেই লোক ও কারুশিল্পের মুখোশের প্রচলন ছিল। ঢাকা, কিশোরগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, বগুড়া, রংপুর প্রভৃতি অঞ্চলে আজও কিছু কিছু মুখোশের প্রচলন কোনো রকম টিকে আছে। এসব অঞ্চলের মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে লোক ও কারুশিল্প মেলা, লোকজ উৎসবগুলোসহ অন্যান্য মেলা-পার্বণে মুখোশ পরিলক্ষিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা বৈশাখের উৎসবে বিভিন্ন মুখোশ তৈরি করে বর্ণাঢ্য শোভাযাত্রাসহকারে বাংলা বর্ষবরণ উদযাপন করে থাকেন। পাশাপাশি উচ্চবিত্ত পরিবারের বাসাবাড়ির দেয়ালে শোভা পায় এই মুখোশ বা মুখোশচিত্র।<br /> বর্তমানে অন্যান্য শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় মুখোশশিল্প ধীরে ধীরে এর প্রাধান্য হারিয়ে ফেলেছে।</p> <p>ইন্দ্রজিৎ মণ্ডল<br /> [আরো জানতে বাংলাপিডিয়া ও পত্রপত্রিকায় মুখোশ সম্পর্কিত লেখাগুলো পড়তে পারো।]</p>