<p>চতুর্থ অধ্যায়<br /> সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা</p> <p><br /> জ্ঞানমূলক প্রশ্ন</p> <p>[পূর্ব প্রকাশের পর]<br /> ৩৭। পরিবারের মূল ভিত্তি কী?<br /> উত্তর : পরিবারের মূল ভিত্তি বিবাহ।     <br /> ৩৮। সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করার অন্যতম হাতিয়ার কোনটি?<br /> উত্তর : সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করার অন্যতম হাতিয়ার সামাজিক প্রতিষ্ঠান।         <br /> ৩৯। সরোরেট বিবাহ কী?<br /> উত্তর : সরোরেট বিবাহ হলো মৃত স্ত্রীর বোনকে বিয়ে করা।<br /> ৪০। Family শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?<br /> উত্তর : Family শব্দটির উৎপত্তি Famulus শব্দ থেকে।    <br /> ৪১। মানবজীবনের শাশ্বত বিদ্যাপীঠ কোনটি?<br /> উত্তর : মানবজীবনের শাশ্বত বিদ্যাপীঠ পরিবার।<br /> ৪২। ‘পরিবার হচ্ছে রক্ত সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত এক ক্ষুদ্র সামাজিক সংগঠন’−এটি কার মতামত?<br /> উত্তর : ‘পরিবার হচ্ছে রক্ত সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত এক ক্ষুদ্র সামাজিক সংগঠন’−এটি সামনার ও কেলারের মতামত।<br /> ৪৩। কোনটি আদি সামাজিক প্রতিষ্ঠান?<br /> উত্তর : পরিবার আদি সামাজিক প্রতিষ্ঠান।<br /> ৪৪। মানুষ পরিবার গঠন করে কেন?<br /> উত্তর : মানুষ পরিবার গঠন করে জৈবিক চাহিদা পূরণের জন্য।     <br /> ৪৫। প্রাচীনকালে পরিবারকে কিসের একক বলা হতো?<br /> উত্তর : প্রাচীনকালে পরিবারকে উৎপাদনব্যবস্থার একক বলো হতো।<br /> ৪৬। গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি কোনটি?<br /> উত্তর : গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি পরিবার।<br /> ৪৭। বিবাহ ও পরিবার সমাজের কোন ধরনের প্রতিষ্ঠান?<br /> উত্তর : বিবাহ ও পরিবার সমাজের মৌলিক প্রতিষ্ঠান।            ৪৮। শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে?<br /> উত্তর : শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার।        ৪৯। ‘Mass’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?<br /> উত্তর : ‘Mass’ শব্দটি লাতিন থেকে এসেছে।<br /> ৫০। ‘Religion’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?<br /> উত্তর : ‘Religion’ শব্দটি লাতিন ভাষা থেকে এসেছে।        <br /> ৫১। ইংরেজি ‘Religion’ শব্দটি লাতিন কোন শব্দ থেকে উদ্ভূত?<br /> উত্তর : ইংরেজি ‘Religion’ শব্দটি লাতিন Religere থেকে উদ্ভূত।    <br /> ৫২। লাতিন শব্দ Religere-এর অর্থ কী?<br /> উত্তর : লাতিন শব্দ Religere-এর অর্থ বন্ধন।<br /> ৫৩। ধর্মের মুখ্য উপজীব্য কোনটি?<br /> উত্তর : ধর্মের মুখ্য উপজীব্য অতিমানবিক আদর্শ।<br /> ৫৪। ‘ধর্ম হলো মানুষের চেয়ে উচ্চতর এমন এক শক্তিতে বিশ্বাস, যা মানবজীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করে।’ উক্তিটি করেছেন কে?<br /> উত্তর : ‘ধর্ম হলো মানুষের চেয়ে উচ্চতর এমন এক শক্তিতে বিশ্বাস, যা মানবজীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করে।’ উক্তিটি করেছেন জেমস জি ফ্রেজার।<br /> ৫৫। ‘ধর্ম হলো পবিত্র জগৎ সম্পর্কে বিশ্বাস ও তৎসংশ্লিষ্ট বিভিন্ন আচার অনুষ্ঠানাদি।’−উক্তিটি করেছেন কে?<br /> উত্তর : ‘ধর্ম হলো পবিত্র জগৎ সম্পর্কে বিশ্বাস ও তৎসংশ্লিষ্ট বিভিন্ন আচার অনুষ্ঠানাদি।’−উক্তিটি করেছেন ডুরখেইম।</p>