মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত কোনটি?
ক) সম্পর্কের বিভাজন খ) দূরত্ব হ্রাস
গ) অনলাইনে কেনাকাটা ঘ) গ্রামের প্রসার
২। ভার্চুয়াল রিয়ালিটিতে কোন ধরনের উদ্দীপনা তৈরি হয়?
ক) চতুর্মাত্রিক খ) ত্রিমাত্রিক
গ) দ্বিমাত্রিক ঘ) একমাত্রিক
৩। কে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রতিষ্ঠাতা?
ক) অ্যালান জোন্স খ) অ্যাডামস
গ) অ্যালান টিউরিং ঘ) জন মিউস
৪।
বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক) জলবায়ু পরিবর্তনে খ) জীববৈচিত্র্য রক্ষায়
গ) বায়ুবিদ্যুৎ প্রযুক্তিতে
ঘ) অপরাধী শনাক্ত করতে
৫। এক ন্যানোমিটার এক মিটারের কত ভাগের এক ভাগ?
ক) ১ কোটি খ) ১০ লক্ষ গ) ১০ কোটি
ঘ) ১০০ কোটি
৬। বিভিন্ন ধরনের ডেটা হলো—
i. ভিডিও ii. ছবি
iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
একটি ল্যাবে ১০টি কম্পিউটার নিয়ে শুধু তার দিয়ে নেটওয়ার্ক তৈরি করা হলো। হঠাৎ একটি কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
৭। উদ্দীপকে কোন ধরনের টপোলজির ইঙ্গিত করা হয়েছে?
ক) রিং খ) বাস গ) নোশ ঘ) স্টার
৮। উদ্দীপকের সমস্যা সমাধানে করণীয়—
i. সুইচ পরিবর্তন
ii. টপোলজির পরিবর্তন
iii. রিং স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯। ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কয়টি?
ক) ৬ খ) ৫
গ) ৪ ঘ) ৩
১০।
মডেম হলো—
i. গ্রাহক ii. বার্তা iii. প্রেরক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। সর্ববৃহৎ এলাকাজুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়?
ক) WAN খ) LAN
গ) MAN ঘ) PAN
১২। ইউনিকোড কত বিটের?
ক) ৪ খ) ৩২ গ) ১৬ ঘ) ৮
১৩। কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে?
ক) বিট খ) অক্টাল গ) বাইনারি ঘ) দশমিক
১৪। প্যারিটি বিল হলো—
i. বিজোড় প্যারিটি
ii. দশমিক প্যারিটি
iii. জোড় প্যারিটি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫।
ঋণাত্মক সংখ্যার মান জ্ঞাপনের গঠন হচ্ছে—
i. ২ এর পরিপূরক গঠন
ii. ১ এর পরিপূরক গঠন
iii. সমার্থক গঠন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। ওয়েবসাইট যে সার্ভারে থাকে তার নাম কী?
ক) ওয়েব পেইজ
খ) ক্লাউড
গ) হোস্টিং সার্ভার ঘ) ক্লায়েন্ট
১৭। ওয়েব কী?
ক) WWW খ) ওয়েব পেইজ
গ) ওয়েব ক্লাউড ঘ) HTML
উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সেতু ম্যাডাম তার ক্লাসের শিক্ষার্থীদের জন্য রোল, নাম, বিভাগ ও প্রাপ্ত নম্বর ওয়েবে প্রকাশের জন্য টেবিল কাঠামো ব্যবহার করেন।
১৮। উক্ত টেবিল কাঠামোর সারি ধারণের জন্য সেতু ম্যাডামকে কোন ট্যাগটি ব্যবহার করতে হয়?
ক) <TP> খ) <TH> গ) <TR> ঘ) <Caption>
১৯। উক্ত টেবিল কাঠামো যে সমস্ত উপাদান নিয়ে গড়ে উঠে-
i. সেল ii. রো
iii. কলাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। ওয়েব পেইজ ডিজাইনের সর্বশেষ ধাপ কোনটি?
ক) অডিও রেকর্ড খ) প্রোগ্রামিং
গ) ভিডিও রেকর্ড
ঘ) টেস্টিং ও ডিবাগিং
২১। একই তথ্যের সমাবেশকে কী বলা হয়?
ক) ইনডেক্স খ) বিন্যাস গ) অ্যারে ঘ) লুপ
২২। তৃতীয় প্রজন্মের ভাষা—
i. প্যাস্কেল ii. ফোর্থ
iii. ল্যাম্পেল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। প্রথম স্তরের ভাষা কোনটি?
ক) ইনডেক্স ভাষা
খ) নিম্নস্তরের ভাষা
গ) অ্যালগরিদম
ঘ) যান্ত্রিক ভাষা
২৪। অ্যারের প্রকারভেদ—
i. বহুমাত্রিক
ii. একমাত্রিক
iii. চতুর্মাত্রিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। ‘সি’ কোন স্তরের ভাষা?
ক) মধ্যম স্তরের ভাষা
খ) নিম্নস্তরের ভাষা
গ) অ্যালগরিদম
ঘ) যান্ত্রিক ভাষা
উত্তর : ১. গ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. ক ৯. খ ১০. খ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. ঘ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. ক।