kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

নবম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শিকদার মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, মাদারটেক আ. আজিজ স্কুল অ্যান্ড কলেজ, বাসাবো, সবুজবাগ, ঢাকা

২ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনবম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলাদেশ ও বিশ্বপরিচয়

‘টাইটানিয়া’ ইউরেনাস গ্রহের উপগ্রহ

তৃতীয় অধ্যায়

সৌরজগৎ ও ভূমণ্ডল

 

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

২১। কলকাতা ও লন্ডনের স্থানীয় সময়ের পার্থক্য রয়েছে। পৃথিবীর কোন অবস্থার কারণে এটি হচ্ছে?

ক) বার্ষিক গতির    

খ) স্থিরতার  

গ) আহ্নিক গতির         

ঘ) ঋতু পরিবর্তনের

২২। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত ডিগ্রি?

ক) ১৮০০    খ) ১৯০০    গ) ২৬০০    ঘ) ৩৬০০

২৩।

বিজ্ঞাপন

পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত?

ক) ৪.৩ কোটি কিলোমিটার   খ) ৪.৭ কোটি কিলোমিটার

গ) ৫.৮ কোটি কিলোমিটার   ঘ) ১৫ কোটি কিলোমিটার

২৪। সৌরজগতের সব গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো—

ক) সূর্য      খ) গ্রহাণুপুঞ্জ  গ) চন্দ্র      ঘ) পৃথিবী

২৫। ‘টাইটানিয়া’ কোন গ্রহের উপগ্রহ?

ক) শনি     খ) নেপচুন   গ) ইউরেনাস  ঘ) বৃহস্পতি

২৬। জোয়ার-ভাটার কারণ কোনটি?

ক) পৃথিবীর বার্ষিক গতি      খ) অক্ষরেখার অসম দৈর্ঘ্য    গ) পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ

ঘ) পৃথিবীর আহ্নিক গতি

২৭। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

ক) বুধ খ) বৃহস্পতি   গ) মঙ্গল     ঘ) শুক্র

২৮। সৌরজগতে গ্রহের সংখ্যা কতটি?

ক) ৬টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি

২৯। কত তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান হয়?

ক) ২১ মার্চ        খ) ২১ জুন  

গ) ২৩ অক্টোবর 

ঘ) ২২ ডিসেম্বর

৩০। নিচের কোন সময়কে অপসূর বলা হয়।

ক) ১-৩ জানুয়ারি   

খ) ৪-৭ ফেব্রুয়ারি        

গ) ১-৪ জুলাই    

ঘ) ১-৪ ডিসেম্বর

উত্তর : ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. গসাতদিনের সেরা