kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

এইচএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেএইচএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে হিসাববিজ্ঞান প্রথম পত্র

সপ্তম অধ্যায়

কার্যপত্র

 

বহু নির্বাচনী প্রশ্ন

১। কোনটিকে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ বলা হয়?   

ক) রেওয়ামিল খ) খতিয়ান   গ) কার্যপত্র   ঘ) জাবেদা

২। নিচের কোন হিসাবটি ক্রেডিট জের প্রদর্শন করে?  

ক) অবচয়   

খ) শেয়ার অবহার        

গ) সাপ্লাইজ   ঘ) প্রাপ্ত সুদ

৩। অনুপার্জিত আয় দ্বারা নিচের কোনটিকে বোঝায়?        

ক) দায়     খ) সম্পদ    গ) আয় ঘ) ব্যয়

৪।

বিজ্ঞাপন

ব্যবসায়ের মূলধনজাতীয় উপাদানসমূহ দ্বারা কোনটি প্রস্তুত করা হয়?     

ক) আয় বিবরণী

খ) আর্থিক অবস্থার বিবরণী

গ) নগদ প্রবাহ বিবরণী      ঘ) মালিকানা স্বত্ব বিবরণী

৫। সমাপনী প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত    

ক) আয় খ) দায়     গ) ব্যয়     ঘ) সম্পদ

৬। যন্ত্রপাতি ক্রয়কে পণ্য ক্রয় হিসাবে দেখানো হলে আয় বিবরণীতে কী প্রভাব পড়বে?  ক) মোট মুনাফা কমবে

খ) মোট মুনাফা বাড়বে      গ) পরিচালন ব্যয় বাড়বে     ঘ) পরিচালন ব্যয় কমবে

৭। নিচের কোনটি তৈরি করা ঐচ্ছিক?      

ক) খতিয়ান  

খ) নগদান বই           গ) আর্থিক বিবরণী   

ঘ) কার্যপত্র

৮। নিচের কোনটি প্রতিষ্ঠানের অন্তর্দায়?

ক) ঋণপত্র  

খ) প্রদেয় হিসাব                গ) মূলধন   

ঘ) ব্যাংক জমাতিরিক্ত

৯। মূলধনজাতীয় ব্যয় কোনটি? ক) বেতন খরচ

খ) প্রারম্ভিক মজুদ              গ) সম্পত্তি ক্রয় ঘ) পণ্য ক্রয়

১০। বিপরীত দাখিলা কখন দেওয়া হয়?         

ক) হিসাবকালের প্রথম তারিখ  খ) সমন্বয় দাখিলার পূর্বে

গ) হিসাবকালের শেষ তারিখ   ঘ) আর্থিক বিবরণী তৈরির পূর্বে

১১। সমাপনী দাখিলার উদ্দেশ্য কী?  

ক) সকল হিসাব বন্ধ করা    খ) সকল সম্পদ হিসাব বন্ধ করা

গ) সকল দায় হিসাব বন্ধ করা ঘ) সকল আয়-ব্যয় হিসাব বন্ধ করা

১২। মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলার প্রয়োজন হয়?         

ক) সমন্বয়    খ) সমাপনী  গ) বিপরীত   ঘ) সংশোধনী

১৩। স্টেশনারি প্রারম্ভিক মজুদ ১,৫০০ টাকা, ক্রয় ৪,৫০০ টাকা। সমাপনী মজুদ ৫০০ টাকা হলে স্টেশনারি ব্যয়ের পরিমাণ কত? 

ক) ১,০০০   খ) ৫,৫০০   গ) ৬,০০০   ঘ) ৬,৫০০

১৪। রূপা ট্রেডার্স হিসাবকালের শেষ দিনে বাকিতে একটি যন্ত্র ক্রয় করেন। এই লেনদেনটির প্রভাব কোথায় পড়বে?    

ক) শুধুমাত্র উদ্বৃত্তপত্রে 

খ) শুধুমাত্র আয় বিবরণীতে    গ) আয় বিবরণী ও মালিকানাস্বত্ব বিবরণীতে

ঘ) আয় বিবরণী ও উদ্বৃত্তপত্রে

১৫। প্রদেয় বেতন ও অনুপার্জিত আয় আধুনিক পদ্ধতিতে একটি— ক) আয় খ) ব্যয়     গ) দায়     ঘ) সম্পদ

১৬। কোনটিকে সহকারী বিবরণী বলা হয়?   

ক) রেওয়ামিল খ) খতিয়ান  গ) কার্যপত্র  

ঘ) নগদান বই

১৭। কোনটি মূলধনজাতীয় প্রাপ্তি?     ক) ভাড়া প্রাপ্তি

খ) কমিশন প্রাপ্তি   

গ) নগদ বিক্রয়

ঘ) পুরাতন আসবাবপত্র বিক্রয়

১৮। মুনাফাজাতীয় আয় কোনটি?     ক) মাল ক্রয়  খ) মাল বিক্রয়      গ) মজুরি    ঘ) যন্ত্রপাতি বিক্রয়

১৯। যে দাখিলার মাধ্যমে নগদ ও ব্যাংক উভয় হিসাব প্রভাবিত হয়ে থাকে তাকে কী বলে?        

ক) সমন্বয় এন্ট্রি     খ) বাট্টা এন্ট্রি   গ) সংশোধনী এন্ট্রি 

ঘ) বিপরীত এন্ট্রি

২০। তানভির এন্ড কোং ব্যবসায়ের জন্য ১৫,০০০ টাকার একটি মেশিন ক্রয় করেন, যার পরিবহন ব্যয় ২০০ টাকা, সংস্থাপন ব্যয় ১,০০০ টাকা নির্বাহ করা হলো। মেশিন হিসাবে কত টাকা ডেবিট হবে? 

ক) ১৫,০০০ টাকা  

খ) ১৫,২০০ টাকা        

গ) ১৬,০০০ টাকা  

ঘ) ১৬,২০০ টাকা

২১। নিচের কোনটি হিসাবের বহিতে না লিখে পৃথক কাগজে প্রস্তুত করা হয়?       

ক) জাবেদা   খ) খতিয়ান   গ) কার্যপত্র  

ঘ) আর্থিক বিবরণী

২২। উত্তোলনের সুদ কী?    ক) সম্পদ    খ) দায়     গ) আয় ঘ) ব্যয়

২৩। নিচের কোনটি দীর্ঘমেয়াদি দায়?      

ক) ব্যাংক জমাতিরিক্ত 

খ) প্রদেয় হিসাব   

গ) প্রদেয় নোট

ঘ) বন্ধকি ঋণ

২৪। কার্যপত্রে নিট ক্ষতিকে কোন দিকে দেখানো হয়? 

ক) আয় বিবরণীর ডেবিট ও আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট

খ) আয় বিবরণীর ডেবিট ও আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট

গ) আয় বিবরণীর ক্রেডিট ও আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট

ঘ) আয় বিবরণীর ক্রেডিট ও আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট

২৫। কোনটি মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত?  

ক) ঋণের সুদ খ) মেশিন সংস্থাপন ব্যয়     গ) ভ্রমণ ব্যয়  ঘ) মূলধনের সুদ

২৬। নিট লাভ বন্ধের জাবেদা কী?   

ক) আয় বিবরণী হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট        খ) মূলধন হিসাব ডেবিট, আয় বিবরণী ক্রেডিট

গ) আয় বিবরণী ডেবিট, নিট আয় বিবরণী ক্রেডিট    

ঘ) নিট লাভ হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট

২৭। অনুপার্জিত আয় সমন্বয় করা হলে 

ক) সম্পদ হ্রাস ও আয় বৃদ্ধি   খ) দায় হ্রাস ও আয় বৃদ্ধি

গ) সম্পদ বৃদ্ধি পায় ও আয় হ্রাস পায়            ঘ) সম্পদ হ্রাস পায় ও আয় হ্রাস পায়

২৮। কার্যপত্র হলো এক ধরনের—    ক) জাবেদা   খ) খতিয়ান   গ) খসড়া কাজ     

ঘ) আর্থিক বিবরণী

২৯। কার্যপত্রের ধাপ সাধারণত কয়টি?      

ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

৩০। বকেয়া বেতনের বিপরীত দাখিলা কোনটি?

ক) বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট           খ) বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট

গ) বকেয়া বেতন ডেবিট, বেতন ক্রেডিট

ঘ) লাভ ক্ষতি হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট

৩১। আর্থিক বিবরণী প্রস্তুতের Road Map কোনটিকে বলা হয়?  ক) রেওয়ামিল খ) কার্যপত্র   গ) আয় বিবরণী ঘ) খতিয়ান

৩২। মোট প্রাপ্ত কমিশন ৫,০০০ টাকার মধ্যে ২,০০০ টাকা পরবর্তী হিসাব বছরের হলে চলতি হিসাব বছরের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত?        ক) ২,০০০ টাকা    খ) ৩,০০০ টাকা               গ) ৫,০০০ টাকা               ঘ) ৭,০০০ টাকা

৩৩। নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ?  

ক) বিলম্বিত বিজ্ঞাপন  

খ) প্রাথমিক খরচাবলি       গ) শেয়ার অবহার      ঘ) সুদ ব্যয়

৩৪। নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়?    

ক) সুনামের অবলোপন

খ) ইজারা সম্পত্তির অবলোপন  গ) আসবাবপত্র ক্রয়  

ঘ) পণ্য ক্রয়

৩৫। মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য যে দাখিলার প্রয়োজন হয়—

ক) সংশোধনী জাবেদা 

খ) প্রারম্ভিক জাবেদা             গ) সমাপনী জাবেদা  

ঘ) সমন্বয় জাবেদা

৩৬। নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের জন্য কোন হিসাব উৎ. করা হয়?   

ক) ক্রয় হিসাব

খ) মজুত পণ্য হিসাব       গ) পণ্যদ্রব্য হিসাব   

ঘ) সরবরাহকারী হিসাব

 

উত্তর : ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. ঘ ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. ঘ ৩০. গ ৩১. খ ৩২. খ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. গ ৩৬. খ।সাতদিনের সেরা