kalerkantho

বৃহস্পতিবার । ১ নভেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

নবম ও দশম শ্রেণি অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শিকদার মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, মাদারটেক আ. আজিজ স্কুল অ্যান্ড কলেজ, বাসাবো, সবুজবাগ, ঢাকা

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতৃতীয় অধ্যায়

সৌরজগৎ

ও ভূমণ্ডল

 

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

১৪। কোনটি বৃহস্পতির উপগ্রহ?

ক) ক্যাপিটাস  খ) এরিয়েল   গ) নেরাইড   ঘ) গ্যানিমেড

১৫। অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কত ডিগ্রি কোণে থাকে?

ক) ৪৫০     খ) ৬০০     গ) ৯০০     ঘ) ১৮০০

১৬। বাংলাদেশে সবচেয়ে বড় রাত কবে?

ক) ২১ মার্চ  খ) ২১ জুন  

গ) ২৩ সেপ্টেম্বর

ঘ) ২২ ডিসেম্বর

১৭।

বিজ্ঞাপন

৪৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থান কোনটি?

ক) ১৩৫০ পশ্চিম         

খ) ১৩৫০ পূর্ব     

গ) ১৪৫০ পশ্চিম         

ঘ) ১৪৫০ পূর্ব

১৮। কোনটি শনি গ্রহের উপগ্রহ?

ক) ক্যাপিটাস     খ) গ্যানিমেড    গ) ইউরোপা       ঘ) ক্যাপলিস্টো

১৯। ১০ দ্রাঘিমান্তরে কত মিনিট সময়ের ব্যবধান হয়?

ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬

২০। চট্টগ্রামে বসবাসরত মিনু রমজান মাসে ইফতার শেষ করে রাজশাহীতে অবস্থানরত তার বান্ধবীকে ফোন করে জানতে পারল তারা তখনো ইফতার করেনি। কারণ—

ক) প্রমাণ সময়ের পার্থক্য    খ) স্থানীয় সময়ের পার্থক্য    গ) রাজশাহী চট্টগ্রামের উত্তরে অবস্থিত

ঘ) সঠিক সময়জ্ঞানের অভাব

 

উত্তর : ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. খ।সাতদিনের সেরা