kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণি অধ্যায়ভিত্তিক প্রশ্ন

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেএকাদশ অধ্যায়

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

সংক্ষিপ্ত প্রশ্ন

১। ’ক’ নামক জনগোষ্ঠী, যারা প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন। এখানে ’ক’ নামক জনগোষ্ঠী কোন নৃ-গোষ্ঠীর?

উত্তর : এখানে ’ক’ নামক জনগোষ্ঠী গারো নৃ-গোষ্ঠীর, যারা প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন।

২।

বিজ্ঞাপন

আচিক কোন নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা?

উত্তর : আচিক গারো নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা।

৩। গারোদের আদি ধর্মের নাম কী?

উত্তর : গারোদের আদি ধর্মের নাম সাংসারেক।

৪। কোন নৃ-গোষ্ঠীর নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী?

উত্তর : গারো নৃ-গোষ্ঠীর নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী।

৫। গারোদের ঐতিহ্যবাহী একটি খাবার, যা খেতে অনেক সুস্বাদু, এটি কী দিয়ে তৈরি করা হয়?

উত্তর : গারোদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কোড়ল দিয়ে তৈরি করা হয়, যা খেতে অনেক সুস্বাদু।

৬। নকমান্দি বলতে কী বোঝ?

উত্তর : পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন, যা নকমান্দি নামে পরিচিত।

৭। দকবান্দা ও দকসারি কোন নারীদের ঐতিহ্যবাহী পোশাক?

উত্তর : দকবান্দা ও দকসারি গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক।

৮। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম লেখো।

উত্তর : গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা।

৯। এ উৎসবে তারা কী কী আচার পালন করেন?

উত্তর : এ উৎসবে তাঁরা সূর্য দেবতা সালজং-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাস্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন। উৎসবের শুরুতে তাঁরা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করেন এবং বিভিন্ন বাদ্য-বাজনা বাজিয়ে উৎসবটি পালন করা হয়।

১০। ওয়ানগালা উৎসবটি কখন হয়?

উত্তর : সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে ওয়ানগালা উৎসবটি হয়।

১১। ‘মুমু’, একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেয়ে, যার পূর্বপুরুষ সিলেটের জয়ন্তা বা জৈন্তিয়া নামক রাজ্যে বাস করতেন। এখানে ‘মুমু’ কোন নৃ-গোষ্ঠীর?

উত্তর : এখানে ’মুমু’ খাসি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর, যার পূর্বপুরুষ সিলেটের জয়ন্তা বা জৈন্তিয়া নামক রাজ্যে বাস করতেন।

১২। খাসিদের ভাষার নাম কী?

উত্তর : খাসিদের ভাষার নাম মনখেমে।

১৩। কোন নৃ-গোষ্ঠীর পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে?

উত্তর : খাসি নামক নৃ-গোষ্ঠীর পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে।

১৪। কোন জনগোষ্ঠী পান—সুপারিকে খুবই পবিত্র মনে করেন?

উত্তর : খাসি নামক জনগোষ্ঠী পান-সুপারিকে খুবই পবিত্র মনে করেন।

১৫। খাসি মেয়েরা কেমন পোশাক পরে?

উত্তর : খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে।

১৬। ফুংগ মারু কী?

উত্তর : খাসি ছেলেদের পকেট ছাড়া শার্ট ও লুঙ্গিকে ফুংগ মারু বলে।

১৭। খাসিরা কাকে পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন?

উত্তর : খাসিরা তাঁদের প্রধান দেবতা উব্লাই নাংথউকে পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন।

১৮। মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস?

উত্তর : মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় ম্রো নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস।সাতদিনের সেরা