kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নবম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন

শিকদার মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, মাদারটেক আ. আজিজ স্কুল অ্যান্ড কলেজ, বাসাবো, সবুজবাগ, ঢাকা

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনবম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন

জোয়ার-ভাটা নদীর আবর্জনা পরিষ্কার করে

তৃতীয় অধ্যায়

সৌরজগৎ ও ভূমণ্ডল

বহু নির্বাচনী প্রশ্ন

১। বাংলাদেশের ক্ষুদ্রতম দিন কোনটি?

ক) ২১ মার্চ  

খ) ২১ জুন  

গ) ২৩ সেপ্টেম্বর    

ঘ) ২২ ডিসেম্বর

২। কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে?

ক) হিলিয়াম গ্যাসের         খ) আণবিক শক্তির        

গ) মহাকর্ষ বলের         

ঘ) সূর্যের আলোর

৩। নিচের কোন রেখা বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে?

ক) বিষুবরেখা 

খ) কর্কটক্রান্তি      

গ) অক্ষরেখা       

ঘ) মকরক্রান্তি

৪।

বিজ্ঞাপন

‘ক’ ও ‘খ’ বিন্দুর দ্রাঘিমা যথাক্রমে ৫০ পূর্ব এবং ৮০ পূর্ব। ‘ক’ বিন্দুর স্থানীয় সময় ১০টা ২০ মিনিট হলে ‘খ’ বিন্দুর স্থানীয় সময় কত?

ক) ১০টা ২০ মিনিট        

খ) ১০টা ৪০ মিনিট        

গ) ১১টা ২০ মিনিট        

ঘ) ১২টা ২০ মিনিট

৫। নেপচুনের উপগ্রহ কয়টি?

ক) দুটি     খ) পাঁচটি    গ) ষোলোটি   ঘ) বাইশটি

৬। নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব—

ক) ৬০     খ) ৭০     গ) ৮০     ঘ) ৯০

৭। ভূ-অভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কী নামে পরিচিত?

ক) Sima     খ) Sial     গ) Nial           ঘ) Nife

৮। জোয়ার-ভাটা অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলে?

ক) নদীর আবর্জনা পরিষ্কার করে খ) নদীর মোহনায় পলি জমা করে

গ) নদীর গভীরতা বৃদ্ধি করে    ঘ) নদীতে বান সৃষ্টি করে

৯। মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন ১৮০ পশ্চিম দ্রাঘিমায় তখন সময় কত হবে?

ক) বৃহস্পতিবার রাত ১২টা     খ) বৃহস্পতিবার দুপুর ১২টা

গ) শুক্রবার রাত ১২টা ঘ) শুক্রবার দুপুর ১২টা

১০। গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক রেখাটির নাম কী?

ক) মূল মধ্যরেখা                খ) বিষুবরেখা      

গ) কর্কটক্রান্তি রেখা        

ঘ) মকরক্রান্তি রেখা

১১। ৬০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?

ক) ১২০ পূর্ব

খ) ১২০ পশ্চিম         

গ) ১২০ উত্তর     

ঘ) ১২০ দক্ষিণ

১২। সৌরজগতের প্রাণকেন্দ্র নামক নক্ষত্রে কোন গ্যাসের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে?

ক) হিলিয়াম  

খ) হাইড্রোজেন     

গ) নাইট্রোজেন     

ঘ) কার্বন ডাই-অক্সাইড

১৩। প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সেই সময়কে কী বলে?

ক) সকাল    খ) গোধূলি   গ) ঊষা     ঘ) ছায়াবৃত্ত

 

উত্তর : ১. ঘ ২. গ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১. ক ১২. খ ১৩. গ।সাতদিনের সেরা