kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

এইচএসসি পরীক্ষা অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচতুর্থ অধ্যায়

সামাজিক সমস্যা প্রতিরোধ

এবং সামাজিক প্রতিষ্ঠান

ও সংস্থা

 

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

৫৩। ‘পরিবার হচ্ছে রক্ত সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত এক ক্ষুদ্র সাম সংগঠন’—কার সংজ্ঞা?

ক)  বি ম্যালিনস্কি    খ) মর্গান    গ) সামনার ও কেলার       ঘ) অগবার্ন ও নিমকফ

৫৪। বার্নস প্রদত্ত প্রতিষ্ঠানের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে—

i. প্রতিষ্ঠান সামাজিকভাবে প্রতিষ্ঠিত

ii. প্রতিষ্ঠান সামাজিকভাবে পরিচালিত

iii. প্রতিষ্ঠান মানবসমাজের সাংগঠনিক উপাদান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) ii ও iii    গ) i ও iii        ঘ) i, ii ও iii

৫৫। সামাজিক প্রতিষ্ঠানের কাজ হলো—

i. মানুষের সামাজিক নিরাপত্তা প্রদান    ii. মানুষের আচরণ নিয়ন্ত্রণ     iii. অর্থনৈতিক প্রবৃদ্ধি

নিচের কোনটি সঠিক?  

ক) i ও ii          খ) ii ও iii    গ) i ও iii      ঘ) i, ii ও iii

৫৬।

বিজ্ঞাপন

কোনটি আদি সামাজিক প্রতিষ্ঠান?

ক) পরিবার   খ) বিবাহ    গ) গণমাধ্যম  ঘ) ধর্ম

৫৭। বিবাহ সমাজের কী রক্ষা করে?

ক) অস্তিত্ব    খ) ঐতিহ্য    গ) মূল্যবোধ  ঘ) স্থায়িত্ব

৫৮। বিবাহ পরিবারের সূচনার পাশাপাশি সৃষ্টি করে—

ক) আত্মার সম্পর্ক   

খ) জ্ঞাতি সম্পর্ক         

খ) গোষ্ঠী সম্পর্ক                ঘ) রক্ত সম্পর্ক

৫৯। স্থায়ী সামাজিক সংগঠন হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

ক) বিবাহ    খ) পরিবার   গ) গোষ্ঠী    ঘ) সম্প্রদায়

৬০। ‘পরিবার হচ্ছে স্বামী ও স্ত্রী কর্তৃক সৃষ্ট কমবেশি স্থায়ী সংঘ, যেখানে সন্তুতি থাকতেও পারে আবার না-ও পারে’—উক্তিটি কোন গ্রন্থে রয়েছে?

ক) Sociology             

খ) Marriage and family

গ) Society        ঘ) Family and culture

৬১। পরিবারের সদস্যের মধ্যে কোন বিষয়টির উপস্থিতির কারণে দীর্ঘস্থায়ী হয়?

ক) ব্যক্তিগত বন্ধন        

খ) সামাজিক বন্ধন        

গ) দলীয় বন্ধন           ঘ) রক্তের বন্ধন

৬২। মানবশিশুর চরিত্র গঠনে গঠনমূলক প্রভাব বিস্তার করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?

ক) স্কুল     খ) কলেজ    গ) ক্লাব/সমিতি ঘ) পরিবার

 

উত্তর : ৫৩. গ ৫৪. ঘ ৫৫. ক ৫৬. ক ৫৭. ঘ ৫৮. খ ৫৯. খ ৬০. খ ৬১. ঘ ৬২. ঘ।সাতদিনের সেরা