kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

এসএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমডেল প্রশ্ন

বহু নির্বাচনী প্রশ্ন

১। পৃথিবীতে প্রাণের বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?

ক) ভ্রূণবিদ্যা     খ) বিবর্তনবিদ্যা  

গ) বংশগতিবিদ্যা     ঘ) হিস্টোলজি

২। প্রোটিস্টা রাজ্যের জীবদের—

i. কোষে সব ধরনের অঙ্গাণু থাকে   ii. দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত      iii. কোষসহ নিউক্লিয়াস সুগঠিত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

    গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৩। কোনটিতে ট্রানজিশনাল টিস্যু থাকে?

ক) অন্ত্রে     খ) ত্বকে     গ) শ্বাসনালিতে ঘ) জননাঙ্গে

৪।

বিজ্ঞাপন

কোনটিকে স্টোনসেল বলা হয়?

ক) উড প্যারেনকাইমা

খ) ট্রাকিড    গ) ভেসেল   ঘ) স্ক্লেরাইড

৫। স্কোয়ামাস আবরণী কলা কোথায় পাওয়া যায়?

ক) বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীরে

খ) বৃক্কের সংগ্রাহক নালিকায়

গ) অন্ত্র প্রাচীরে                ঘ) হাইড্রার এন্ডোডার্মে

৬। পাতার কোন অংশ সূর্য রশ্মিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে?

ক) ম্যাট্রিক্স  

খ) স্ট্রোমা ল্যামেলাম      

গ) গ্রানা     ঘ) অন্তঃস্তর

৭। কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণ হার বেশি?

ক) আম খ) কাঁঠাল    গ) মেহগনি   ঘ) বাঁশ

৮। আত্তীকরণশক্তি হলো—

i. NADP          

ii. ATP

iii. NADPH2

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii     

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৯। কোনটি C3 উদ্ভিদ?

ক) আখ খ) ভুট্টা     গ) পাট     ঘ) মুথাঘাস

১০। ক্রেবস চক্রে উৎপন্ন হয়—

i. ৪ অণু CO2             ii. ২ অণু ATP              iii. ৬ অণু NADH+H+

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii   

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

১১। ডাইব্যাক রোগ সৃষ্টি হয় কোনটির অভাবে?

ক) বোরন    খ) সালফার   গ) ফসফরাস  ঘ) লৌহ

 

উত্তর : ১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. খ ১১. খ।সাতদিনের সেরা