kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

এসএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে হিসাববিজ্ঞান

মো. গোলাম মওলা, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএসএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে হিসাববিজ্ঞান

মডেল প্রশ্ন

বহু নির্বাচনী প্রশ্ন

১। হিসাবরক্ষণের মূল ভিত্তি—

ক) জাবেদাভুক্তকরণ

খ) খতিয়ানভুক্তকরণ

গ) লেনদেন

ঘ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

২। যেসব আর্থিক ঘটনা পূর্বে সংঘটিত হয়েছিল তাকে বলে—

ক) দৃশ্যমান ঘটনা

খ) অদৃশ্যমান ঘটনা

গ) ঐতিহাসিক ঘটনা

ঘ) স্বয়ংসম্পূর্ণ ঘটনা

৩। লেনদেনের দৈতসত্তা বলতে কী বোঝায়?

ক) দুটি ডেবিট ও ক্রেডিট

খ) দুইবার হিসাব লিখন

গ) দুটি পক্ষ বা খাত 

ঘ) দুতরফা দাখিলা পদ্ধতি

৪।

বিজ্ঞাপন

হিসাববিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয়েছিল?

ক) ১৩৯৪    খ) ১৪৮৪    গ) ১৪৪৯    ঘ) ১৪৯৪

৫। দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বোঝায়—

ক) দুই গ্রন্থে হিসাবের সঙ্গে দাখিলা  

খ) প্রতিটি হিসাবকে দুইবার লিপিবদ্ধকরণ

গ) হিসাবের বইতে লেনদেনের দ্বৈতসত্তা লিপিবদ্ধকরণ  ঘ) দুই তারিখের দুটি হিসাব একত্রে লিপিবদ্ধকরণ

৬। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি?

ক) ২টি      খ) ৩টি      গ) ৪টি      ঘ) ৫টি

৭। ‘প্রতিটি লেনদেনেরই দুটি পক্ষ থাকতে হবে’—এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য?

ক) দ্বৈতসত্তা       খ) স্বয়ংসম্পূর্ণ গ) দৃশ্যমানতা     ঘ) স্বতন্ত্র

৮। একটি ব্যবসায় লেনদেনের ফলাফল কী হতে পারে?

ক) দীর্ঘস্থায়ী   খ) স্বল্পমেয়াদি গ) স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি

ঘ) মধ্যমেয়াদি

৯। লেনদেনসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ২ ভাগে   খ) ৩ ভাগে গ) ৪ ভাগে    ঘ) ৫ ভাগে

১০। কোন জাতীয় লেনদেনটি নিয়মিত সংঘটিত হয়?

ক) মূলধনজাতীয় লেনদেন     খ) মুনাফাজাতীয় লেনদেন

গ) বিলম্বিত মুনাফাজাতীয় লেনদেন   

ঘ) সম্পত্তিবাচক লেনদেন

১১। নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?

ক) ভূমি ক্রয়  খ) ঋণগ্রহণ   গ) যন্ত্রাংশ বিক্রয়    

ঘ) মূলধন আনয়ন

১২। মোট প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, সম্পদ হিসাব ও দায় হিসাব জানার জন্য কোনটি খুব জরুরি?

ক) লেনদেন   খ) হিসাব    গ) জাবেদা   ঘ) রেওয়ামিল

১৩। লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে কী বলা হয়?

ক) জাবেদা   খ) হিসাব    গ) খতিয়ান  ঘ) রেওয়ামিল

১৪। প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?

ক) ক্রয় জাবেদা

খ) বিক্রয় জাবেদা

গ) সমন্বয় জাবেদা

ঘ) বিশেষ জাবেদা

১৫। যেসব লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে, সেসব লেনদেনগুলো লিপিবদ্ধ হয়—

ক) নগদপ্রাপ্তি জাবেদায়      খ) নগদ প্রদান জাবেদায়    গ) বিক্রয় জাবেদায়  

ঘ) ক্রয় জাবেদায়

১৬। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়—

i. ক্রয় হিসাব ii. আসবাবপত্র হিসাব      iii. বিক্রয় হিসাব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

  গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৭। বিক্রয় ফেরতের উৎস দলিল কোনটি?

ক) ডেবিট নোট          

খ) ক্রেডিট ভাউচার         গ) ডেবিট ভাউচার        

ঘ) ক্রেডিট নোট

১৮। কোনো লেনদেন সম্পর্কে প্রশ্ন দেখা দিলে তার ব্যাখ্যা কোথায় পাওয়া যায়?

ক) প্রাথমিক বইতে        

খ) খতিয়ানে       

গ) রেওয়ামিলে           

ঘ) আর্থিক বিবরণীতে

১৯। আয়, ব্যয়, সম্পদ, দায় ও মালিকানাস্বত্ব হিসাবকে এককথায় কী বলা যায়?

ক) জাবেদা   খ) খতিয়ান গ) নগদান বই ঘ) রেওয়ামিল

২০। সাধারণ খতিয়ানে কোন হিসাবদ্বয়কে মূল হিসাব নামে অভিহিত করা হয়?

ক) নগদান ও মূলধন

খ) দেনাদার ও বিক্রয়

গ) দেনাদার ও পাওনাদার

ঘ) পাওনাদার ও ক্রয়

২১। খতিয়ানের উদ্বৃত্তসমূহের মাধ্যমে রেওয়ামিলের উভয় দিক মিলে গেলে কী প্রকাশিত হয়?

ক) হিসাব বন্ধকরণ

খ) খতিয়ানের জের নির্ভুল

গ) সমাপ্তি জের     

ঘ) সমতাকরণ

২২। হিসাব সংরক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কী দ্বারা?

ক) জাবেদার যোগফল

খ) খতিয়ানের উদ্বৃত্ত

গ) নগদান হিসেবে উদ্বৃত্ত

ঘ) অনিশ্চিত হিসাব

২৩। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের সুবিধার্থে কোনটি প্রস্তুত করা হয়?

ক) জাবেদা

খ) সমাপনী দাখিলা

গ) রেওয়ামিল

ঘ) নগদান বই

২৪। রেওয়ামিল কিসের সঙ্গে যোগসূত্র স্থাপন করে?   

ক) জাবেদা ও খতিয়ান

খ) নগদান ও আর্থিক বিবরণী

গ) জাবেদা ও আর্থিক বিবরণী

ঘ) খতিয়ান ও আর্থিক বিবরণী

২৫। আর্থিক বিবরণী প্রস্তুতের মুখ্য কারণ হলো—

i. কারবার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা

ii. কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা

iii. কারবার প্রতিষ্ঠানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

  গ) ii ও iii              ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

রানী দাস ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ১,২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। তিনি লেনদেনগুলো সরাসরি হিসাবের পাকা বইতে লিপিবদ্ধ করেন। তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে সংঘটিত অন্য লেনদেনগুলো হলো—

জানু-০৫ : নগদ ক্রয় ৪০,০০০।

জানু-১০ : করিমের কাছ থেকে যন্ত্রপাতি ক্রয় ৩০,০০০ টাকা

জানু-১৫ : পণ্য বিক্রয় ৪৬,০০০ টাকা (নগদে ৫০%, বাকিতে ৫০%)

জানু-২৫ : মালিক কর্তৃক নগদ উত্তোলন ৫,০০০ টাকা

২৬। রানী দাস তাঁর ব্যবসার লেনদেনগুলো থেকে প্রথমে কোনটি প্রস্তুত করবেন?

ক) খতিয়ান   খ) জাবেদা গ) নগদান বই   ঘ) রেওয়ামিল

২৭। রানী দাসের হিসাবের জের কত?

ক) ৬৮,০০০ টাকা 

খ) ৯৮,০০০ টাকা  

গ) ১,২১,০০০ টাকা

ঘ) ১,২৬,০০০ টাকা

২৮। সম্পদ ও দায়-দেনা জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়?

ক) বিশদ আয় বিবরণী

খ) আর্থিক অবস্থা বিবরণী

গ) আয় বিবরণী 

ঘ) নগদ প্রবাহ বিবরণী

২৯। বিজ্ঞাপনের উদ্দেশ্য কী?

ক) পণ্যের বিক্রয় কমানো 

খ) পণ্যের বিক্রয় বৃদ্ধি করা

গ) চাহিদা সৃষ্টি না করা

ঘ) সরবরাহ কমানো

৩০। শিক্ষানবিশ সেলামি বিশদ আয় বিবরণীতে—

ক) পরিচালন আয়

খ) পরিচালন ব্যয়

গ) অপরিচালন আয়

ঘ) অপরিচালন ব্যয়

 

উত্তর : ১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. ক ১০. খ   ১১. ক ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. খ   ২০. গ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. খ    ২৯. খ ৩০. গ।সাতদিনের সেরা