kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

পঞ্চম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদশম অধ্যায়

গণতান্ত্রিক মনোভাব

 

সংক্ষিপ্ত প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

১৮। বাড়িতে আমরা কোন কোন কাজগুলোতে পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নেব?

উত্তর : বাড়িতে আমরা নিচের কাজগুলোতে পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব—

ক) আমরা যে খাবারটি খাব

খ) উৎসব অনুষ্ঠানে যা করব ও

গ) কীভাবে ঘর সাজাব।

১৯। কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীর সাথে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ফলে কী হবে?

উত্তর : কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীর সাথে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ফলে সকলে এর গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে।

বিজ্ঞাপন

২০। রাজনৈতিকভাবে বাংলাদেশ কেমন রাষ্ট্র?

উত্তর : রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।

২১। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?

উত্তর : গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

২২। আমরা কোথায় কোথায় গণতান্ত্রিক আচরণ করব?

উত্তর : আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্র সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব।

২৩। আমাদের দেশের গণতন্ত্র কখন শক্তিশালী হবে?

উত্তর : ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ইত্যাদি সকল ক্ষেত্রে যখন আমরা গণতান্ত্রিক আচরণ করব, তখন আমাদের দেশের গণতন্ত্র শক্তিশালী হবে।

২৪। এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছেন কেন?

উত্তর : গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীঘদিন সংগ্রাম করেছেন।

২৫। বিভিন্ন প্রতিষ্ঠান কীভাবে তাদের সেবা আরো ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে?

উত্তর : সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরো ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে।সাতদিনের সেরা