kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

একাদশ ও দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা

১৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএকাদশ ও দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাজকর্ম দ্বিতীয় পত্র

দ্বিতীয় অধ্যায়

সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন

 

প্রথম অংশ

বহু নির্বাচনী প্রশ্ন

 

[পূর্ব প্রকাশের পর]

     নিচের উদ্দীপকটি পড়ে ৭২ ও ৭৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     ‘ক’ দেশে উচ্চ জন্মহার বিদ্যমান থাকায় জনসংখ্যা বৃদ্ধি একটি সমস্যায় রূপ নিয়েছে। কিন্তু সে দেশের সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে।

৭২।   ‘ক’ দেশে জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের জন্য কোন পদক্ষেপ উপযোগী?

     ক) পুষ্টিকর খাদ্য     খ) উন্নত চিকিৎসা

     গ) সচেতনতামূলক কর্মসূচি    ঘ) উন্নত প্রশিক্ষণ

৭৩।

বিজ্ঞাপন

জনসংখ্যা বৃদ্ধি রোধে বিবেচ্য কর্মসূচিসমূহ হচ্ছে—

            i. পরিবার পরিকল্পনা

            ii. দ্রব্য উৎপাদন বৃদ্ধি

            iii. সচেতনতা সৃষ্টি

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

গ) ii ও iii      

     ঘ) i, ii ও iii

৭৪। ‘ক’ দেশে উচ্চ জন্মহারের জন্য কোনটিকে প্রকৃত কারণ বলা যায়?

     ক) আবহাওয়া ও জলবায়ু     খ) বাসস্থানের স্বল্পতা

     গ) কর্মসংস্থান স্বল্পতা ঘ) ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ

৭৫। বেকারত্ব দূরীকরণের জন্য প্রয়োজন—

            i. পুষ্টিকর খাবার সরবরাহ

            ii. কারিগরি শিক্ষার প্রসার

            iii. জনসংখ্যা নিয়ন্ত্রণ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

     গ) ii ও iii

     ঘ) i, ii ও iii

 

     উত্তর : ৭২. ঘ ৭৩. খ ৭৪. ক ৭৫. গ।সাতদিনের সেরা