কবিতা
ফুটবল খেলোয়াড়
জসীমউদ্দীন
* পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
১০০ গজ দীর্ঘ এবং ৮০ গজ চওড়া একটি সমতল মাঠে ফুটবল খেলা হয়। মাঠের চারদিকে লাইন চিহ্নিত করা হয়। লাইনের বাইরে গেলে বল ‘আউট’ হয়।
বিজ্ঞাপন
১। নিচের কয়েকটি শব্দ এবং অর্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো :
ক) রাজবাড়িতে ঢুকতে গেলে তিনটি গেট --- করতে হয়।
খ) ফুটবল খেলার মাঠ হয় ---।
গ) আমরা তিন কিলোমিটার --- হেঁটে গেলাম।
ঘ) তাঁবু করার জন্য আমরা মাঠে একটি স্থান --- করলাম।
ঙ) আল্লাহ আমাদের একমাত্র ---।
উত্তর : ক) অতিক্রম
খ) সমতল গ) দূরত্ব
ঘ) চিহ্নিত ঙ) রক্ষক।
২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক) ফুটবল খেলায় প্রতিটি দলে কয়জন করে খেলোয়াড় থাকে? এ খেলার মাঠের বিবরণটি চারটি বাক্যে লেখো।
উত্তর : ফুটবল খেলায় প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। এ খেলার মাঠের বিবরণ—
i. ১০০ গজ দীর্ঘ এবং ৮০ গজ চওড়া একটি সমতল মাঠে ফুটবল খেলা হয়।
ii. মাঠের চারদিকে লাইন চিহ্নিত করা হয়।
iii. মাঠের লম্বা দিকের দুই পাশে দুটি করে খুঁটি মাটিতে গেড়ে একটি কাঠখণ্ড ওই খুঁটিগুলোর মাথায় স্থাপন করে গোলপোস্ট তৈরি করা হয়।
iv. গোললাইনের পেছন দিকে সংলগ্ন থাকে একটি জাল।
খ) ফুটবল খেলায় গোলরক্ষক কোথায় থাকে? তার কাজ কী চারটি বাক্যে লেখো।
উত্তর : ফুটবল খেলায় গোলরক্ষক গোলমুখে থাকে।
i. গোলরক্ষকের কাজ গোলপোস্টে বল ঢুকতে না দেওয়া।
ii. নির্দিষ্ট সীমার মধ্যে গোলরক্ষক বল হাত দিয়ে ধরতে পারে।
iii. গোলরক্ষক ছাড়া অন্য কোনো খেলোয়াড় বল হাত দিয়ে ধরতে পারে না।
iv. বল যাতে গোলপোস্ট সংলগ্ন জালে ঢুকতে না পারে সে জন্য গোলরক্ষক সর্বদা সতর্ক থাকে।
গ) ফুটবল খেলার পরিচালককে কী বলে? ফুটবল খেলার নিয়ম সম্পর্কে চারটি বাক্য লেখো।
উত্তর : ফুটবল খেলার পরিচালককে বলে রেফারি। ফুটবল খেলার নিয়ম হলো :
i. একটি নির্দিষ্ট মাপের সমতল মাঠে এ খেলা খেলতে হয়।
ii. ফুটবল খেলার পরিচালক বা রেফারিকে সাহায্য করার জন্য মাঠের দুই ধারে দুজন সহকারী রেফারি থাকেন।
iii. মাঠে চিহ্নিত লাইনের বাইরে বল গেলে আউট এবং গোলরক্ষক ছাড়া অন্য কারো হাতে বল লাগলে সেটিকে ‘হ্যান্ডবল’ বলা হয়।
iv. ফুটবল খেলার সময়কাল ৯০ মিনিট।
* পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ফুটবল পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম। উত্তেজনাপূর্ণ এই খেলাটি বাংলাদেশেও জনপ্রিয় হয়েছে। ফুটবল অনেক আনন্দদায়ক খেলা। খেলোয়াড়দের খেলার নৈপুণ্যে আনন্দের জোয়ার ছড়িয়ে যায় দর্শকের মধ্যে। গোল গোল চিৎকারে মুখর হয়ে ওঠে মাঠ। ফুটবল খেলা আনন্দদানের পাশাপাশি স্বাস্থ্যের জন্য ভালো। তবে অনেক ক্ষেত্রে ফুটবল খেলার কিছু অপকারী দিকও পরিলক্ষিত হয়। অনেক সময় ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়ের হাত-পা ভেঙে যায়। তবু খেলাপাগল খেলোয়াড় কোনো কিছুর খেয়াল না করে আবার খেলতে শুরু করে। নিজের ভেতরের সবটুকু দিয়ে ছিনিয়ে আনে বিজয়।
১। নিচের কয়েকটি শব্দ এবং অর্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো :
ক) ইমদাদ হক ছিলেন --- খেলোয়াড়।
খ) ছেলেরা ভালো খেলে --- ছিনিয়ে এনেছে।
গ) সবাই ইমদাদ হকের প্রশংসায় ---।
ঘ) তাঁর খেলার --- দেখে সবাই মুগ্ধ।
ঙ) বাংলাদেশে ফুটবল একটি... খেলা।
উত্তর : ক) জনপ্রিয়
খ) বিজয় গ) মুখর
ঘ) নৈপুণ্য ঙ) অন্যতম