kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

এইচএসসি পরীক্ষা : অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা

১ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএইচএসসি পরীক্ষা : অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাজকর্ম দ্বিতীয় পত্র

দ্বিতীয় অধ্যায়

সমাজকর্মের শাখা

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

৩৪।   সমাজকর্মের উক্ত শাখার কাজ হলো—

            i. লেখাপড়ায় অমনোযোগী ছাত্রকে শাস্তি প্রদান

            ii. স্কুলের পরিবেশে ছাত্রকে খাপ খাওয়াতে সাহায্য প্রদান

            iii. জনগণকে সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে জ্ঞান দান

     নিচের কোনটি সঠিক?

     ক) i

     খ) ii

     গ) i ও ii         

     ঘ) i, ii ও iii

 ৩৫। চিকিৎসা সমাজকর্ম রোগীকে—

            i. মানসিক সেবা প্রদান করে ii. চিকিৎসা-পরবর্তী পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেয়

            iii. রোগীকে সুস্থ হওয়ার জন্য পরোক্ষভাবে সহায়তা করে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

     গ) ii ও iii      

     ঘ) i, ii ও iii

৩৬।   কোন বিপ্লব শিল্প সমাজকর্মের সূত্রপাত ঘটায়?

     ক) ফরাসি বিপ্লব          খ)  রুশ বিপ্লব      গ) বলশেভিক বিপ্লব   ঘ) শিল্প বিপ্লব

৩৭।

বিজ্ঞাপন

  বাংলাদেশের সর্বপ্রথম বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কোন শহরে?

     ক) চট্টগ্রাম   খ) রাজশাহী গ) খুলনা    ঘ) বরিশাল

৩৮।   বিদ্যালয় সমাজকর্মের অগ্রদূত বলা হয়—

     ক) ডা. চার্লস ইমার্সনকে     খ) মেরি রিচমন্ডকে  

     গ) লিলিয়ান ওয়াল্ডকে ঘ) ডা. রিচার্ড সি ক্যাবটকে

৩৯।   কে প্রথম চিকিৎসায় সমাজকর্মীর গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন?

     ক) মেরি রিচমন্ড     খ) ডাক্তার চার্লস ইমার্সন     গ) লিলিয়ান ওয়াল্ডকে  ঘ) ডা. রিচার্ড সি ক্যাবট

৪০। সমাজকর্মের কোন শাখায় মনো-সামাজিক বিষয় বিবেচনা করা হয়?

     ক) সাইকিয়াট্রিক সমাজকর্ম    খ) ক্লিনিক্যাল সমাজকর্ম গ) শিল্প সমাজকর্ম   ঘ) চিকিৎসা সমাজকর্ম

৪১।   বিদ্যালয় সমাজকর্মের উদ্দেশ্য হচ্ছে—

            i. শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা

            ii. শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের সাথে খাপ খাওয়ানো

            iii. শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সাধন করা

     নিচের কোনটি সঠিক? 

     ক) i

     খ) ii

     গ) iii   

     ঘ) i, ii ও iii

৪২।   জাতিসংঘের মতে প্রবীণ হলো তারা, যাদের বয়স—

     ক) ৫৫ বছর      

     খ) ৫৭ বছর      

     গ) ৫৯ বছর      

     ঘ) ৬০ বছর 

৪৩।   চিকিৎসা-পরবর্তী সময়ে মানসিক রোগীদের জন্য কী প্রয়োজন হয়?

     ক) অর্থ সাহায্য      খ) আর্থ-সামাজিক পুনর্বাসন   গ) প্রশিক্ষণ       

     ঘ) কারিগরি শিক্ষা

৪৪।   প্রবীণদের কল্যাণে পরিচালিত সমাজকর্ম হলো—

     ক) Gerontological Social Work                     

     খ) Clinical Social Work

     গ) Industrial Social Work

     ঘ) Hospital Social Work

৪৫।   সমাজকর্মের কোন শাখাটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট?

     ক) বিদ্যালয় সমাজকর্ম খ) ক্লিনিক্যাল সমাজকর্ম গ) শিল্প সমাজকর্ম ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম

৪৬।   কাদের সুবিধা ও অধিকার নিয়ে কাজ করে শিল্প সমাজকর্ম?

     ক) কর্মীদের  

     খ) মালিকদের      

     গ) মালিক-কর্মী উভয়ের       ঘ) উচ্চপদস্থ কর্মীদের

৪৭।   একজন চিকিৎসা সমাজকর্মীর অন্যতম কাজ হলো—

            i. দরিদ্র ও অসহায় রোগীদের চিহ্নিতকরণ

            ii. সচ্ছল রোগী চিহ্নিতকরণ iii. রোগীদের সমস্যা নিরূপণ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

     গ) ii ও iii

     ঘ) i, ii ও iii

৪৮।   প্রবীণদের সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের ক্ষেত্রে জরুরি হলো—

            i. প্রবীণ ব্যক্তির সমস্যা জানা  

            ii. প্রবীণদের সমস্যার কারণ উদঘাটন করা

            iii. প্রবীণদের জন্য কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

     গ) ii ও iii

     ঘ) i, ii ও iii

৪৯।   শিল্প সমাজকর্মী হলেন একজন—

            i. প্রশাসক    

            ii. পরামর্শক  

            iii. উপদেষ্টা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

     গ) ii ও iii        

     ঘ) i, ii ও iii

৫০। চিকিৎসা সমাজকর্মের আবির্ভাবে কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি?

     ক) মেরি রিচমন্ড          খ) ডা. চার্লস ইমার্সন 

     গ) লিলিয়ান ওয়াল্ড   ঘ) ডা. রিচার্ড সি ক্যাবট

৫১।   কত সালে ‘Social Diagnosis’ গ্রন্থটি প্রকাশিত হয়?

     ক) ১৯১৫ সালে          খ) ১৯১৬ সালে          গ) ১৯১৭ সালে          ঘ) ১৯১৮ সালে

৫২।   শিল্প সংগঠনে সংশ্লিষ্ট সমাজকর্মীর ভূমিকা কী রূপ?

     ক) শ্রমিক অসন্তোষ হ্রাস খ) উৎপাদনক্ষমতা বৃদ্ধি   গ) কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ  

     ঘ) সাংগঠনিক দ্বন্দ্ব নিরসন

 

     উত্তর : ৩৪. ক ৩৫. খ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. গ ৩৯. ক ৪০. গ ৪১. খ ৪২ ক ৪৩. খ ৪৪. গ ৪৫. ঘ ৪৬. ক ৪৭. খ ৪৮. ঘ ৪৯. গ ৫০. ঘ ৫১. গ ৫২. ক।সাতদিনের সেরা