kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

এইচএসসি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএইচএসসি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাজকর্ম দ্বিতীয় পত্র

দ্বিতীয় অধ্যায়

সমাজকর্মের শাখা

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

১৮।   বাংলাদেশের সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় কত সালে?

     ক) ১৯৫৭ সালে          খ) ১৯৫৮ সালে

     গ) ১৯৫৯ সালে          ঘ) ১৯৬০ সালে

১৯।   সমাজকর্মের বিশেষায়িত শাখা হচ্ছে—

            i. চিকিৎসা সমাজকর্ম

            ii. বিদ্যালয়ের সমাজকর্ম

            iii. ব্যক্তি সমাজকর্ম

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

     গ) ii ও iii       

     ঘ) i, ii ও iii

২০।   ‘স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করা হলো চিকিৎসা সমাজকর্ম।

বিজ্ঞাপন

’— উক্তিটি কোন বইটিতে আছে?

     ক) WHO Statistical Year Book          

     খ) Sociological Year Book

     গ) Social Welfare Year Book                       

     ঘ) Social Work Year Book

২১। চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ হয় কত সালে?

     ক) ১৯৮৪ সালে          খ) ১৯৯০ সালে          গ) ১৯৯৫ সালে          ঘ) ১৯৯৮ সালে

     নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     শিল্পাঞ্চল খ্যাত সাভারে প্রায়ই গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, নিরাপদ কাজের পরিবেশ ইত্যাদির জন্য রাস্তা অবরোধ করে আন্দোলন করে থাকেন। কখনো কখনো তা সহিংসতায় রূপ নেয়।

২২। উদ্দীপকে উল্লিখিত শ্রমিকদের সমস্যা নিরসনে সমাজকর্মের কোন শাখা কাজ করে?

     ক) চিকিৎসা সমাজকর্ম খ) ক্লিনিক্যাল সমাজকর্ম গ) শিল্প সমাজকর্ম   ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম

২৩। উক্ত শাখার মূল বিবেচ্য বিষয় কী?

     ক) শিল্প দুর্ঘটনা হ্রাস খ) মজুরি বৃদ্ধি            গ) বিনিয়োগ বৃদ্ধি    ঘ) উৎপাদিত পণ্যের মানোন্নয়ন

২৪। উক্ত শাখায় নিয়োজিত সমাজকর্মী তার কাজের ক্ষেত্রে—

            i. সমন্বয় সাধনের কাজ করেন

            ii. সচেতনতা বৃদ্ধি করেন

            iii. বেতন-ভাতা নির্ধারণ করেন

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

     গ) ii ও iii      

     ঘ) i, ii ও iii

২৫। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমাজকর্মের কোন শাখা কাজ করে?

     ক) চিকিৎসা সমাজকর্ম খ) বিদ্যালয় সমাজকর্ম 

     গ) শিল্প সমাজকর্ম   ঘ) ক্লিনিক্যাল সমাজকর্ম

২৬। বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম কর্মসূচি বন্ধ হয়ে যায় কত সালে?

     ক) ১৯৭০ সালে          খ) ১৯৮০ সালে    

     গ) ১৯৮২ সালে          ঘ) ১৯৮৪ সালে

২৭। ক্লিনিক্যাল সমাজকর্ম কিভাবে কাজ করে?

     ক) স্তরায়িত পরিকল্পনার মাধ্যমে          

     খ) কেস স্টাডি অধ্যয়ন করে

     গ) বৃহৎ পরিকল্পনা গ্রহণ করে     

     ঘ) সম্পদের গতিশীলতার মাধ্যমে

২৮। বিদ্যালয় সমাজকর্মের সূত্রপাত হয় কোথায়?

     ক) ইংল্যান্ডে       

     খ) আমেরিকায়      গ) জাপানে  

     ঘ) জার্মানিতে

২৯। সমাজকর্মের কোন পদ্ধতির ওপর ভিত্তি করে চিকিৎসা সমাজকর্ম কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে?

     ক) ব্যক্তি সমাজকর্ম   খ) দল সমাজকর্ম   

     গ) সমষ্টি সমাজকর্ম   ঘ) সামাজিক গবেষণা

৩০। সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্মের সম্প্রসারণ এবং বিকাশের দ্বিতীয় পর্যায় ও ক্ষেত্র তৈরি হয়—

     ক) চীনে     খ) যুক্তরাজ্যে গ) যুক্তরাষ্ট্রে  

     ঘ) জাপানে

৩১। বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়—

            i. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে    

            ii. সমাজসেবা অধিদপ্তরের অধীনে

            iii. বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

     গ) ii ও iii

     ঘ) i, ii ও iii

৩২। বাংলাদেশে চিকিৎসা সমাজকর্ম শুরু হয় কাদের সহযোগিতায়?

     ক) রেড ক্রিসেন্ট ও ইউনিসেফ      

     খ) জাতিসংঘ ও রেড ক্রস

     গ) জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা         

     ঘ) রেড ক্রিসেন্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা

     নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     আশফাক ষষ্ঠ শ্রেণির ছাত্র। ইদানীং তার ক্লাস করতে ভালো লাগে না। পড়াশোনায়ও মনোযোগ নেই তার। আবার সুযোগ পেলে সে স্কুলও ফাঁকি দেয়। অথচ কিছুদিন আগেও তার আচরণ এ রকম ছিল না।

৩৩। সমাজকর্মের কোন শাখার মাধ্যমে আশফাকের সমস্যার সমাধান দেওয়া যেতে পারে?

     ক) ক্লিনিক্যাল সমাজকর্ম      খ) চিকিৎসা সমাজকর্ম গ) সাইকিয়াট্রিক সমাজকর্ম    ঘ) বিদ্যালয় সমাজকর্ম 

     উত্তর : ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. ঘ ২৮. খ ২৯. খ  ৩০. ঘ  ৩১. খ ৩২. ক  ৩৩. ঘ।সাতদিনের সেরা