kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

এইচএসসি প্রস্তুতি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা

২৮ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেদ্বিতীয় অধ্যায়

সমাজকর্মের শাখা

বহু নির্বাচনী প্রশ্ন

১।   সমাজকর্মের শাখাসমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?

     ক) দুই ভাগে      

     খ) তিন ভাগে      

     গ) চার ভাগে      

     ঘ) পাঁচ ভাগে

২।   চিকিৎসা সমাজকর্মের ধারণার ভিত্তি স্থাপিত হয়—

     ক) গ্রেট ব্রিটেনে

     খ) ভারতে   

     গ) জার্মানিতে

     ঘ) আমেরিকায়

৩।   চিকিৎসা সমাজকর্ম বিকাশ লাভ করে—

     ক) যুক্তরাজ্যে 

     খ) জাপানে  

     গ) জার্মানিতে 

     ঘ) যুক্তরাষ্ট্রে

৪।

বিজ্ঞাপন

  চিকিৎসা সমাজকর্মের অপর নাম কী?

     ক) ক্লিনিক্যাল সমাজসেবা     খ) হাসপাতাল সমাজসেবা গ) সাইকিয়াট্রিক সমাজকর্ম ঘ) সেবামূলক সমাজকর্ম

৫।   চিকিৎসা সমাজকর্মের সূত্রপাত হয় কত সালে?

     ক) ১৮৮০ সালে          খ) ১৯০৫ সালে  

     গ) ১৯১৭ সালে          ঘ) ১৯৮৪ সালে

৬।   সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয়—

     ক) চক্ষু হাসপাতালে   খ) হৃদরোগ হাসপাতালে  গ) শিশু হাসপাতালে ঘ) মানসিক হাসপাতালে

৭।   আমেরিকায় চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কত সালে?

     ক) ১৮৯৩ সালে          খ) ১৯০৫ সালে  

     গ) ১৯১৭ সালে          ঘ) ১৮৮০ সালে

৮।   আমেরিকায় ‘চিকিৎসা সমাজকর্মী সমিতি’ গঠিত হয় কত সালে?

     ক) ১৮৯৩ সালে          খ) ১৯০৫ সালে    

     গ) ১৯১৭ সালে          ঘ) ১৯১৮ সালে

৯।   বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কত সালে?

     ক) ১৯৫৪ সালে          খ) ১৯০৫ সালে   

     গ) ১৯১৭ সালে          ঘ) ১৯১৮ সালে

১০।   বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কোন হাসপাতালে?

     ক) সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে খ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে

     গ) মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে    ঘ) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে

১১।   সমাজকল্যাণ পরিদপ্তর গঠিত হয় কত সালে?

     ক) ১৯৫০ সালে          খ) ১৯৫৫ সালে          গ) ১৯৬০ সালে          ঘ) ১৯৬১ সালে

১২।   চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম কী?

     ক) ক্লিনিক্যাল সমাজসেবা     খ) হাসপাতাল সমাজসেবা    গ) সাইকিয়াট্রিক সমাজকর্ম    ঘ) সেবামূলক সমাজকর্ম

১৩।   সমাজকর্মের সবচেয়ে অনুশীলনধর্মী প্রায়োগিক শাখা কোনটি?

     ক) ক্লিনিক্যাল সমাজকর্ম      খ) হাসপাতাল সমাজকর্ম     গ) শিল্প সমাজকর্ম   ঘ) প্রবীণকল্যাণ সমাজকর্ম

১৪।   NASW কত সালে ক্লিনিক্যাল সমাজকর্ম ধারণাটি প্রবর্তন করে?

     ক) ১৮৮০ সালে          খ) ১৯০৫ সালে          গ) ১৯৫৫ সালে          ঘ) ১৯৮৪ সালে

১৫।   এনাম কমিটির সুপারিশে চিকিৎসা সমাজকর্মের নামকরণ ‘হাসপাতাল সমাজসেবা’ হয় কত সালে?

     ক) ১৯৫৫ সালে          খ) ১৯৭৫ সালে 

     গ) ১৯৮০ সালে          ঘ) ১৯৮৪ সালে

১৬।   বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কত সালে?

     ক) ১৯৫৫ সালে          খ) ১৯৬৯ সালে    

     গ) ১৯৭১ সালে          ঘ) ১৯৮৪ সালে

১৭। চিকিৎসা সমাজকর্মের ধারণা—

            i. সাম্প্রতিককালের     ii. প্রাচীনকালের      iii. প্রাগৈতিহাসিককালের

     নিচের কোনটি সঠিক?

     ক) i     

     খ) ii  

     গ) iii 

     ঘ) i, ii ও iii

 

     উত্তর : ১. খ ২. ক ৩. ঘ  ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ  ১৬. ক ১৭. গ।সাতদিনের সেরা