অষ্টম অধ্যায়
রেচনপ্রক্রিয়া
বহু নির্বাচনী প্রশ্ন
১। নিচের কোনটির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়?
ক) ইউরিয়া
খ) ক্রিয়েটিনিন গ) অ্যামোনিয়া ঘ) ইউরোক্রোম
২। মূত্রের অম্লতার জন্য দায়ী কোনটি?
ক) শর্করা
খ) কম পানি পান করা গ) চর্বি ঘ) প্রোটিন
৩। মূত্রের ধরন ক্ষারীয় হয় কোন খাবার গ্রহণে?
ক) চর্বি খ) আমিষ গ) চিনি ঘ) তরকারি
৪।
বিজ্ঞাপন
i. অতিরিক্ত লবণ ii. অতিরিক্ত প্রাণরস iii. অতিরিক্ত পানি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। বৃক্কের তন্তুময় আবরণবেষ্টিত অংশকে বলে—
ক) কর্টেক্স খ) পেলভিস গ) মেডুলা ঘ) ক্যাপসুল
৬। বৃক্কের অবস্থান—
i. বক্ষপিঞ্জরের নিচে ii. হূিপণ্ডের ওপরে iii. উদয়গহ্বরের পেছনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। মানবদেহের বৃক্কের হাইলাস দিয়ে যাতায়াত করে—
i. ইউরেটার ii. রেনাল শিরা iii. রেনাল ধমনি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। পেলভিস হলো—
i. বৃক্কের অবতল অংশের ভাঁজ
ii. হাইলাসে অবস্থিত গহ্বর
iii. ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের চিত্র অনুসারে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
৯। P-রক্ত বাহিকাটির ক্ষেত্রে প্রযোজ্য—
i. এর অভ্যন্তরে রক্তপ্রবাহের গতি ধীর
ii. মাঝের স্তর অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত
iii. রক্তের গতিপথ হূিপণ্ড থেকে রেচন অঙ্গে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। X চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য—
i. Q ও R উভয়ের উৎপত্তি পেলভিস হতে
ii. Q ও R উভয়ের পরিসমাপ্তি হূিপণ্ডে
iii. Q ও R যথাক্রমে তরল বর্জ্যমুক্ত ও তরল বর্জ্যযুক্ত রক্ত বহন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
১১। P চিহ্নিত অংশটি নিচের কোনটি থেকে সৃষ্ট?
ক) রেনাল পিরামিড খ) রেনাল ক্যাপসুল গ) রেনাল শিরা ঘ) রেনাল ধমনি
১২। উদ্দীপকে—
i. Q অসংখ্য কৈশিক জালিকাসমৃদ্ধ
ii. R হতে রেনাল টিউব্যুল উৎপন্ন হয়
iii. P, Q, R সরল আবরণী কলা দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
১৩। চিত্রের কোন অংশটি ক্যাপসুলের ভেতরে ঢুকে কৈশিক নালিকা সৃষ্টি করে?
ক) W খ) X গ) Y ঘ) Z
১৪। W ও Z উভয়েই—
i. রেনাল করপাসল তৈরি করে
ii. একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি
iii. রক্তকে পরিস্রুত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
১৫। A অংশের মতো কাজ করে নিচের কোনটি?
ক) ইফারেন্ট ধমনি খ) বোম্যান্স ক্যাপসুল গ) গ্লোমেরুলাস ঘ) অ্যাফারেন্ট ধমনি
১৬। মানবদেহে বৃক্কের মাধ্যমে রক্ষা পায়—
i. প্রোটিন ও লিপিডের ভারসাম্য
ii. পানির ভারসাম্য iii. অম্ল ও ক্ষারের ভারসাম্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। কিডনিতে পাথর হওয়ার কারণগুলো হলো—
i. অতিরিক্ত শারীরিক ওজন ii. কম পানি পান করা
iii. কিডনির সংক্রমণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা কমে—
i. শারীরিক ওজন হ্রাস পেলে ii. কম পানি পান করলে
iii. স্বল্প পরিমাণ আমিষ খেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। বৃক্কে পাথর অপসারণের পদ্ধতি হচ্ছে—
i. আল্ট্রাসনিক লিথট্রিপসি ii. ডায়ালিসিস
iii. অস্ত্রোপচার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
তান্নি পানি ও অন্যান্য খাদ্য গ্রহণে নিয়ম-নীতি মেনে চলে না। ইদানীং তার মূত্রের পরিমাণ কম হওয়াসহ কোমরের পেছনে ব্যথা হচ্ছে।
২০। তান্নির দেহে উক্ত উপাদানটি কম হওয়ার কারণ—
i. ঘাম বেশি হওয়া ii. ফল কম খাওয়া iii. লবণাক্ত খাদ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। উক্ত অঙ্গটি ধীরে ধীরে বিকল হওয়ার কারণ—
i. নেফ্রাইটিস
ii. ডায়াবেটিস
iii. উচ্চ রক্তচাপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। ডায়ালিসিস ফ্লুইডের গঠন—
ক) লালার ন্যায় খ) প্লাজমার ন্যায় গ) লসিকার ন্যায়
ঘ) পিত্তরসের ন্যায়
২৩। কোন চিকিৎসাপদ্ধতির জন্য টিস্যু ম্যাচ করা আবশ্যক?
ক) ডায়ালিসিস খ) বৃক্ক প্রতিস্থাপন গ) ইউরেটারোস্কোপিক ঘ) আল্ট্রাসনিক লিথট্রিপসি
উত্তর : ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. খ।