kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

পঞ্চম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলা

২৬ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকবিতা

সংকল্প

সংক্ষিপ্ত প্রশ্ন

·           নিচের কবিতাংশটুকু পড়ে ক, খ ও গ ক্রমিকের প্রশ্নের উত্তর লেখো।

     থাকব না কো বদ্ধ ঘরে

     দেখব এবার জগত্টাকে,

     কেমন করে ঘুরছে মানুষ

     যুগান্তরের ঘূর্ণিপাকে।

     দেশ হতে দেশ দেশান্তরে

     ছুটছে তারা কেমন করে,

     কিসের নেশায় কেমন করে

     মরছে যে বীর লাখে লাখে,

 

ক)   কবি কোথায় থাকতে চান না?

     উত্তর : কবি জগত্টাকে দেখতে চান। তাই তিনি বদ্ধ ঘরে থাকতে চান না।

বিজ্ঞাপন

 

খ)   কবিতাংশটির মূলভাব নিজের ভাষায় লেখো।

     উত্তর : মানুষ ঘরে বদ্ধ থাকতে চায় না। অজানাকে জানার আগ্রহে চারপাশের সব কিছু দেখতে চায়। কবিও বদ্ধ ঘরে থাকতে চান না। দেখতে চান মানুষ কিভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটে চলেছে। বীরেরা কিসের নেশায় অকাতরে জীবন দিচ্ছে।

 

গ)   প্রদত্ত কবিতাংশে প্রকাশিত কবির তিনটি সংকল্প লেখো।

     উত্তর : কবিতাংশের প্রকাশিত কবির তিনটি সংকল্প হলো—

            i. কবি বদ্ধ ঘরে থাকতে চান না।

            ii. কবি জগত্টাকে ঘুরে দেখতে চান।

            iii. বীরেরা কিসের নেশায় জীবন দিচ্ছেন তা জানতে চান।

 

·           নিচের কবিতাংশটুকু পড়ে ক, খ ও গ ক্রমিকের প্রশ্নের উত্তর লেখো।

     হাউই চড়ে চায় যেতে কে

     চন্দ্রলোকের অচিনপুরের;

     শুনব আমি, ইঙ্গিত কোন

     পাতাল ফেঁড়ে নামব নিচে

     উঠব আবার আকাশ ফুঁড়ে;

     বিশ্বজগৎ দেখব আমি

     আপন হাতের মুঠোয় পুরে।

 

ক)   চন্দ্রলোককে অচিনপুর বলা হয়েছে কেন? দুটি বাক্যে লেখো।

     উত্তর :

            i. চন্দ্রলোক বা চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ।

            ii. সেখানে মানুষ বসবাস করে না, তাই কবি চন্দ্রলোককে অচিনপুর বলেছেন।

 

খ)   কবিতাংশটির মূলভাব কী?

     উত্তর : কবিতাংশের কবি পৃথিবীর সব কিছু দেখতে ও শুনতে চান। সমস্ত বিশ্বজগেক তিনি আপন হাতের মুঠোয় পুরতে চান। গ্রহ-নক্ষত্রের সব কথা জানতে ও শুনতে চান। আকাশ-পাতাল বিচরণ করতে চান। সর্বোপরি অজানাকে জানতে চান।

গ)   কবি বিশ্বজগৎ দেখতে চান কেন?

     উত্তর :

            i. অজানাকে জানার আকাঙ্ক্ষায় কবি সব কিছু দেখতে চান।

            ii. অজানা গ্রহ-নক্ষত্র, আকাশ-পাতাল, যত কিছু অচেনা-অজানা রয়েছে সবই তিনি জানতে চান।

            iii. তাই তিনি বিশ্বজগৎ দেখতে চান।সাতদিনের সেরা