ইতিহাসের জনক হেরোডোটাস
প্রথম অধ্যায়
ইতিহাস পরিচিতি
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘ইতিহাস’ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
ক) ইতি খ) ইতিহ গ) ইতো ঘ) ইতিহা
২। ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ’—কার উক্তি
ক) অ্যারিস্টটল খ) প্লেটো গ) ই এইচ কার
ঘ) সক্রেটিস
৩। ‘ইতিহ’ শব্দের অর্থ কী?
ক) সভ্যতা খ) ঐতিহ্য গ) বিশ্ব ঘ) সংস্কৃতি
৪।
বিজ্ঞাপন
ক) অ্যারিস্টটল
খ) এইচ কার
গ) ড. জনসন
ঘ) রবীন্দ্রনাথ
৫। ইতিহাসের জনক কে?
ক) হেরোডোটাস
খ) প্লেটো গ) রবীন্দ্রনাথ ঘ) জনসন
৬। ইতিহাসের উপাদান কত ভাগে বিভক্ত?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
৭। পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
ক) ধর্মপাল খ) নরপাল গ) নৃপাল ঘ) গোপাল
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্ব নিদর্শন। যেমন—মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি ও ইমারত ইত্যাদি।
৮। উদ্দীপকে ইতিহাসের কোন উপাদান তুলে ধরা হয়েছে?
ক) লিখিত উপাদান
খ) অলিখিত উপাদান
গ) রূপক উপাদান
ঘ) সামাজিক উপাদান
৯। ইতিহাসের অলিখিত উপাদান পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের—
i. রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়
ii. অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়
iii. সামাজিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) iii ও ii ঘ) i, ii ও iii
১০। ইতিহাসের স্বরূপের ধরন কেমন?
ক) বর্তমানমুখী
খ) অতীতমুখী
গ) ভবিষ্যত্মুখী
ঘ) সব কয়টি
১১। গ্রিক ‘হিস্টরিয়া’ শব্দের আভিধানিক অর্থ কোনটি?
ক) গবেষণা খ) অতীত গ) ভবিষ্যৎ ঘ) সভ্যতা
১২। ইতিহাস বলতে মূলত কী বোঝায়?
ক) মানবসমাজের অনন্ত ঘটনাপ্রবাহ
খ) মানবসমাজের বর্তমান ঘটনা
গ) মানবসমাজের উন্নয়ন
ঘ) অর্থনীতির গতিধারা
১৩। নিচের কোনটি প্রত্নতাত্ত্বিক উপাদান?
ক) ইমারত খ) নথিপত্র গ) সাহিত্য ঘ) জীবনীগ্রন্থ
১৪। ইতিহাসের লিখিত উপাদান কোনটি?
ক) জীবনী খ) নথিপত্র গ) সাহিত্য ঘ) সব কয়টি
১৫। বিষয়বস্তুগত ইতিহাস কত ধরনের?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
১৬। ভৌগোলিক দিক থেকে ইতিহাস কত প্রকার?
ক) ৩ খ) ৫ গ) ৭ ঘ) ৮
১৭। উনিশ শতকে ইতিহাসের মূল বিষয় কী ছিল?
ক) অর্থনীতি খ) সমাজ গ) রাজনীতি ঘ) ব্যবসা
১৮। মানবসমাজের যাবতীয় কর্মকাণ্ড, জীবনযাত্রার অগ্রগতি ও চিন্তা-চেতনা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কিভাবে?
ক) সমাজবিজ্ঞান পাঠ করলে খ) অর্থনীতি পাঠ করলে
গ) পৌরনীতি পাঠ করলে ঘ) ইতিহাস পাঠ করলে
১৯। ইতিহাস পাঠের ফলে—
i. জাতীয় চেতনার বিকাশ ঘটে
ii. ভবিষ্যতের পথনির্দেশনা পাওয়া যায়
iii. অর্থনীতি সম্পর্কে জানা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) iii ও ii ঘ) i, ii ও iii
২০। লিখিত ইতিহাসের বয়স কত?
ক) ১৫০০ বছর
খ) ২০০০ বছর
গ) ২৫০০ বছর
ঘ) ৩০০০ বছর
২১। নিচের কোনটি ইতিহাসের বৈশিষ্ট্য?
ক) নিরপেক্ষতা
খ) বস্তুনিষ্ঠতা
গ) প্রবহমানতা
ঘ) সব কয়টি
২২। রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস কোনটির আলোচ্য বিষয়?
ক) অবস্থানগত ইতিহাস খ) ভৌগোলিক ইতিহাস
গ) বিষয়বস্তুগত ইতিহাস ঘ) অর্থনৈতিক ইতিহাস
২৩। ‘উয়ারী-বটেশ্বর’ কোথায় অবস্থিত?
ক) ঢাকা খ) নরসিংদী গ) নাটোর ঘ) বরিশাল
২৪। ‘সমাজের জীবনই ইতিহাস’—কার উক্তি?
ক) হেরোডোটাস
খ) ড. জনসন
গ) র্যাপসন
ঘ) আর্নল্ড টয়েনবি
২৫। ইতিহাসে নিচের কোনটির ঠাঁই নেই?
ক) অতিকথন খ) অতীত
গ) জাতীয় চেতনার বিকাশ ঘ) মানবসমাজের অনন্ত ঘটনাপ্রবাহ
উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. গ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক।